আমি কবি নই তোমাদের একজন, আমি কবি নই প্রেমিক তোমাদের...
দগ্ধ চামেলীর নিন্দ্রাহীন জানালা দিয়ে
বিবাহিত সুখ ঝাপ দেয়
দর্পিত পায়ের নিচে আমি যাচ্ছে তাই
লোমশ নখে নরবলি বড় নিরিবিলি
নিয়ন্ত্রিত ভালোবাসা বনাম অপরিমিত হিংসা অহরহ
অথচ, বার মাসই উদ্ভোদনের মেলা
প্রায় পুরোনোরই ঘষা মাজা
কোট, আইন, অধিকার, মানবাধিকার
সবই বৃদ্ধাঙ্গুলীর ব্যাপার
হে মৃৎমানবী মন্দির দুয়ার এঁটে তুমি ঘুমাও;
অর্থের মেন্ডেট সকল ক্ষমতার উৎস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।