posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas. বাংলাদেশ ৫৫,৫৯৮ বর্গমাইলের ছোট্ট একটি দেশ। আয়তনে ইন্ডিয়া বা চিনের একটা প্রদেশ এর সমান,কিন্তু অবাক হওয়ার বিষয় হলঃ প্রশাসনিক কাজে ,অথবা প্রশাসনিক কাজে তদারকি করার জন্য পার্লামেন্টে ৩০০ এমপি এবং এদের মধ্য থেকে প্রায় ৪০\৫০ জন মন্ত্রীর প্রয়োজন পরে। আর এদের জন্য সরকারের ব্যায়ের পরিমান ও কম নয়। ধরাযাক একজন মন্ত্রি\এমপি এর মাসিক সম্মানি আনুমানিক ৫০,০০০ টাকা, তাহলে মাসে এদের জন্য বরাদ্দ দেড় কোটি, বছরে ১৮ কোটি ,৫ বছরএ ৯০ কোটি টাকা। এ ছাড়াও এদের সরকারী গাড়ি,বাড়ি ও অফিস খরচ বাবদ এর দ্বিগুণ টাকা সরকারি ফান্ড থেকে গুনতে হয়।
একজন এমপি ইলেকসনে বিজয়ী হয়য়ার পরে নির্বাচনি এলাকায় তার কোন কায্য ক্রম থাকেনা বললেই চলে,এমন কি নির্বাচনি এলাকায় তার কোন অফিস নাই। যাদের ভোটে নির্বাচিত হল ,নির্বাচনে বিজয়ী হওয়ার পরে জনসাধারনের সাথে তার কোন সম্প্রিক্ততা থাকে না, পরবর্তি নির্বাচন আসার আগ মুহুর্ত ছাড়া। বাংলাদেশ জেলা ও য়ারী ৬৪ ভাগে বিভক্ত। সুতারং ৬৪ জন মন্ত্রী বা এমপি দ্বারা সুন্দর ভাবে প্রশাসনিক কাজ চালনা করা সম্ভব,কিন্তু বাস্তবে যেটা আছে সেটা বাংলাদেশের মত হত দরিদ্র দেশে একে বারেই বাড়াবাড়ির পর্যায়ে পরে,যার কোন প্রয়োজন নেই। বিষয় টি ভেবে দেখার মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।