আলোকিত জীবনের সন্ধানে
দেখুন বাপু ঘটনাটা কিন্তু একদম সত্যি, তা আপনি বিশ্বাস করুন আর নাই করুন। ঘটনাটা হল যে, আবুল সাহেবের বাবার দাদার কাকার শালার নানার জেঠার মেয়ের শ্বশুড়ের সাথে বিশ্ব ব্যাংকের একটা পুরোনো শত্রুতা আছে। কি নিয়ে শত্রুতা তা অবশ্য আমি জানি না। সম্ভবত জমি-জিরাত নিয়ে কোন মামলা মোকদ্দমা্ কিংবা মেয়ে নিয়ে পালিয়েছিল কেউ। অবশ্য এও হতে পারে যে, আবুল মশায়ের সেই আত্মীয়ের কোন ছাগল বেড়া ডিঙিয়ে ঘাস খেতে ঢুকে পড়েছিল বিশ্বব্যাংকের কোন বাগানে।
সেই ঝাল মিটাচ্ছে এখন আবুল সাহেবের উপর। মশাই ঘটনাটা যদি সত্যি নাই হবে তবে আমাদের সনদপ্রাপ্ত দেশপ্রেমিক ফুলের মত পবিত্র মানুষ মাননীয় মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে এমন অপপ্রচার কেন করবে বিশ্বব্যাংক? আচ্ছা আপনিই বলুন, কেউ কি কখনো কোন কারণ ছাড়াই করেছে আপনার অপপ্রচার? আপনি করেছেন? মন্ত্রী মশাইয়ের কথাটাই ঠিক। কোন কথাটা? আরে ভাই পত্রিকার পাতাটা একবার খুলুন না। মন্ত্রী মশাই বলেছেন..‘পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির ষড়যন্ত্রে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও অসত্য অভিযোগ ও অপপ্রচারের ভিত্তিতে বিশ্বব্যাংক আমাকে জড়ানোর চেষ্টা করছে। ’
এডিবি চলে গেছে, জাইকা চলে গেছে।
মশাই কি সেতু নিয়ে টেনশনে পড়ে গেলেন? নো চিন্তা ভাই, জাস্ট ডু ফুর্তি। সেতু একটা হবেই। চিন্তা ব্যাপারটা একেবারেই রাবিশ। ওসব ডাস্টবিনে ফেলে দিয়ে আমাদের অর্থমন্ত্রীর কথা পড়ুন.. ‘যেভাবে হোক, বাস্তবায়ন করবই। নিজের টাকাতেই করব।
কারও কাছ থেকে সাহায্য নিয়ে হলেও করব। ’ তিনি আরও বলেছেন যে মার্চে পদ্মা সেতুর দরপত্র-প্রক্রিয়া শুরু হবে। দরপত্র আহ্বানের পর ৪৫ দিন সময় দেওয়া হবে। এরপর যাচাই-বাছাই করতে আরও ১৫ দিন সময় লাগবে। (কানে কানে বলি, আমি আশা করছি এর পরের ৪০ দিনে পুরো সেতুর কাজ শেষ হবে।
মাত্র ১০০ দিনে এত্ত বড় একটা সেতু। গিনেস বুকে আমাদের নাম জ্বলজ্বল করবে। )
মন্ত্রী মশাইয়ের এমন আশার বাণী শুনে আমাদের বুকের পাটা বেড়ে গেছে, ঐ যেমন হাতিরঝিল বাড়িয়ে দিয়েছে আমাদের স্পর্ধা! বিশ্বাস হচ্ছে না? আশ্চর্য এক মানুষ মশাই আপনি। পত্রিকায় মন্ত্রী মশাইয়ের খবরটার নিচের কমেন্টগুলো একটু পড়েই দেখুন না। একজন তো বলেই দিয়েছে, “আগামি মাসে বাংলাদেশ আমেরিকা দখল করবে ..।
যেভাবে হোক, বাস্তবায়ন করবই। ” বুঝুন এবার!
এতকিছুর পরও যদি আপনার টেনশন না কমে তাহলে যোগাযোগমন্ত্রীর কথাগুলো একবার পড়ে ফেলুন, “পদ্মা সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। সেতুর তীর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় পদ্মা সেতুর নকশায় পরিবর্তন হবে। ২৮ ফেব্রুয়ারি পদ্মাতীর রক্ষণাবেক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে পরিবর্তিত নকশা ও পদ্মা সেতু নির্মাণের প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
”
আপনার টেনশন নিশ্চই এতক্ষণে সাত সমুদ্র তের নদীর ওপারে চলে গেছে। এবার একটা ঘুম দেন। অবশ্যই নাকে তেল দিয়ে।
শুধু একটা অনুরোধ...ঘুম ভাঙার পর কোন চোর যেন আপনার পকেট খালি করে না দেয় মিথ্যে আশার বুলি শুনিয়ে সেদিকে একটু খেয়াল রাখবেন। একটু ভাবুন মশাই........ য়ে সেদিকে একটু খেয়াল রাখবেন।
একটু ভাবুন মশাই........ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।