আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় রাখি তোকে



তুমি বললে, ভালোবাসো ? আমার ত্বরিত জবাব ,হ্যা কতটুকু ভালোবাসো আমায় ? একটু ভেবে নি্য়ে দুহাত প্রসারিত করে দেখালাম, এতখানি!!!!!!!! হেসে উঠলে তুমি আমাকে দুহাতে জড়িয়ে ধরে, জিগ্গাসু দৃষ্টি নিয়ে তাকালে, বল্লে "এত ভালোবাসা ! কোথায় রাখবো আমি?" আমি বল্লাম, না রাখতে পারলে, ফেলে দিও , ছড়িয়ে দিও আকাশে, বাতাসে, সাগরে নাহয় বনে জংগলে , যেখানে ইচ্ছে সেখানে! তারপর, আমরা দুজনেই হেসে উঠলাম, (এতজোরে হেসেছিলাম, তোমার চিলেকোঠার পড়ার রুমের জানালায় বসা পাখিগুলি, হঠাৎ ভয় পেয়ে উড়ে গিয়েছিলো) আমরা সে শব্দে চমকে উঠলাম, ফিরে তাকালাম সেদিকে, আবারও হেসে উঠলাম, চিলেকোঠার নিস্তব্দ সেই পড়ন্ত দুপুরে আমাদের হাসি ভেংগে খান খান হয়ে ছড়িয়ে পড়লো!!!!!! এখনও মাঝে মাঝে চমকে উঠি কোনো কোনো নি্স্তব্দ দুপুরে, হঠাৎ উড়ে যাওয়া কোনো পাখির ডানা ঝাপটানি তে ফিরে তাকাই , ফিরে যাই, উনিশ বছর আগের চিলেকোঠার সেই দুপুরে, আমার বুকের ভেতরটা এখন নিস্তব্দ দুপুর, নিস্তব্দ সেই দুপুরে আজো শুনতে পাই , খানখান হোয়ে ভেংগে পড়া সেই হাসি। খুব সন্তর্পনে, চুপিচুপি আমি হয়ে উঠি উনিশ বছরে আগের সেই চপলা কিশোরি, ফিরে যাই , উনিশ বছর আগের সেই চিলেকোঠার দুপরবেলায়, চুপিচুপি ,খুব সন্তর্পনে, আমি হয়ে উঠি উনিশ বছরে আগের সেই নিস্তব্দ দুপুরের সেই চপলা কিশোরিটি, যার ভালোবাসা আজো ছড়িয়ে আছে, আকাশে বাতাসে চারিদিকে, শুধু তোমার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.