শঙ্খপাপ আমার
আজকাল অগোছালো হয়ে যাচ্ছি - সারা বিছানা এলোমেলো,
নলখাগড়ার বুনো আবাস আমার বিছানা জুড়ে;
সারা ঘরে ছড়ানো ছিটানো বই, পোশাক - নারিকেল ফুলের মত-
এমনি বাদুড়তুল্য কারো দীপ জ্বালানো হয়না।
আজকাল এমনই হয়, পরিচিত মুখোশগুলো চিনতে ঢের কষ্ট,
গালের কোণে তিলের নারীদের মতন অভিমানী।
মাঝে মাঝে এমনই দিন আসে - বুড়িয়ে যাই,
কি হবে কুচুরীপানার মত ভেসে গেলে? কোন কামুক
নারীর বুকের গন্ধ না শুঁকে।
কেবলি অগোছালো হয়ে যাই - আমি, তুমি, আরও অনেক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।