আমাদের কথা খুঁজে নিন

   

একটা কলাম ভাল লেগেছিল বলে...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

“রোমের জ্ঞানী লোকেরা একবার পাখি আটকে রাখার জন্য চারদিকে দেয়াল দিয়ে একটা বাগান বানিয়েছিল। তারপর সব পাখি উড়ে গেলে তারা গোল টেবিল বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা আমাদের দেয়াল গুলো যথেষ্ট উঁচু করি নাই। দেয়াল ঘেরা বাড়িগুলো থেকে একে একে বেরিয়ে আসছে সব পাখি, জ্ঞানী ব্যক্তিরা কি কিছু বলবেন?” --------এভাবেই শেষ করেছেন জনাব আনিসুল হক তার প্রথম আলোয় ৫ আগষ্ট ২০০৮ এ লেখা গদ্য কার্টুন। (Click This Link) কথাগুলোর ভাব আবেশে আপ্লুত হয়ে পড়ায় একটু দু লাইন না লিখে পারলুম না। খুবই সহজ তর ভাবে ব্যাখ্যা করলে ...দ্বৈত ব্যাখ্যা করব আমি ব্যক্তিগত উপলব্ধি থেকে লাইনটুকুর...এইভাবে প্রথমত, বিশেষ বন্তু বা প্রাণী বা পাখিকে আটকানোর জন্য বা বন্দী করে রাখার জন্য বা শাস্তি প্রদানের জন্য বিশেষায়িত ব্যবস্থা নেয়া দরকার, না হলে সেই কর্ম নিষ্ফল হয়ে যায়।

যেমন পাখির জন্য খালি দেয়াল না উপরেও গ্রিল দরকার...কারন উড়ে যাওয়াটা পাখির বিশেষায়িত গুন। দ্বিতীয়ত, কেবল অর্ধ কর্ম করে কোন ফল লাভ হবে যুগান্তরি , সেরম আশা করা যায়না। দেয়াল মানে দূর্ণিতির বিরুদ্ধে প্রতিরোধ আর দূর্ণিতিবাজ আটক ই সমাধান না...আরও কিছূ খোলা থেকেই যায়...যেখান দিয়ে ঠিকই পাখি উড়ে যাবে ... কিন্তু জ্ঞানী লোকেরা কেবলই দেয়াল উঁচু করতে ব্যস্ত থাকে...উপরে যে খোলা আকাশ কেউ বোঝনো কেনো তারা? প্রশ্ন করা ছাড়া আপাতত সিদ্ধান্ত দেয়ার মতো বা গ্রহণ করার মতো অবস্থা আমার ,আমাদের নেই। এই লেখাটা লেখা কোন প্রয়োজনই আদৌ ছিলনা। ...কিন্তু সেই সাত সকালে অফিসে বসে গদ্য কার্টুন খানা পড়ে লোভ সামলাতে পারলাম না এই ১৪ ঘন্টা পরও।

চামচ আর তেলের গল্পটা তো অসাধারন। যে গল্পে ঈশপীয় বাণী ...সবকাজ একসাথে হয়না, আবর বাংগালী জাতি ...দুই নম্বর আইডিয়ার উপর্যুপরি উৎসরনে ভীষন পারঙ্গম। মূল কথা একটু কষ্ট করে গদ্য কার্টুন খানা যারা পড়ার মত সময় পাননি , একটু পড়বেন। কারন আমার ভাল লেগেছে। আমার ভাল লাগলেই যে আপনার ভাল লাগবে , তেমন কোন বাধ্যবাধকতার প্রশ্নই ওঠেনা, তাহলে তো পড়ারও প্রশ্ন ওঠেনা।

তাহলে র্কাও কারও দেশ উদ্ধারের অকাতর প্রয়াস হয়তো কারও ভাল লেগেছে, তাই বলে যে সবার ভাল লাগবে এমন কোন বাধ্যবাধকতার প্রশ্নই ওঠেনা। তাই সব কথা শোনার প্রশ্নও ওঠেনা। ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.