আমাদের কথা খুঁজে নিন

   

উটের মুতে ভেসে যায় আমাদের ইলেক্ট্রনিক জীবন!!!

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

এই মাত্র আমার আদরের ভাগ্নি আমাকে ডেকে বলল, মামা দেখে যাও কবি গুরুর মৃত্যুদিনে প্রচারিতব্য বিশেষ টিভি অনুষ্ঠানের বিজ্ঞাপন দিচ্ছে। রান্নাবান্না অনুষ্ঠানের বিজ্ঞাপন। ২২শে শ্রাবনের অনুষ্ঠান, বিষয় কবিগুরুর খানা খাদ্য। প্রচারনার আর বিষয় বৈচিত্র সন্ধানে এনারা যে আর কি কি করতে পারেন সে সবেরই নমুনা দেখছি আজকাল! বেহায়াপন কতটা তীব্র হলে এমনটা হয় তার অনুমান কে করবে পোড়া এই সময়ে! ছোট্ট স্কুলের শিশুটিও যা নিয়ে হাসাহাসি করে সেটাই মাথায় ঢোকেনা ইলেক্ট্রনিক মিডিয়ার বাবুর্চী আর বুয়াদের! আফছোস, এই সব হনুমানদের অনুমানে একদিন হয়তো এমন ও ঝিলিক দিয়ে উঠবে তখন দেখা যাবে টয়লেট সামগ্রীর বিজ্ঞাপন দিতে ওরা অনুষ্ঠান বানিয়ে বসবেন, যার শিরোনাম হবে "ঠাকুর বাড়ীর হাগু গুলো"। দেখে যাও কবি উটের মুতে কেমন করে ভেসে যাচ্ছে আমাদের ইলেক্ট্রনিক জীবন, যাবতীয় রন্ধন নালী ও প্রনালী। আফছোস! * পড়বার আগ্রহ থাকলে, উটের মুতে ভেসে যায় আমাদের এস এম এস জীবন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.