আমাদের কথা খুঁজে নিন

   

আজকে বাসে একটা মজার ঘটনা ঘটনা [ ইস একটা চান্স মিস করলাম। ]

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

বাসা থেকে বের হয়ে সোজা খামারবাড়ী চলে আসলাম সি.এন.জি'র জন্য। গন্তব্য কাকলী। কোন সি.এন.জি ই থামছেনা। শেষে বাসে উঠার মনস্থির করলাম।

ঘড়ির দিকে তাকাচ্ছি আর বাসের জন্য অপেক্ষা করছি। অফিস থেকে কড়া মেইল করছে সময়মতো অফিসে থাকার জন্য। এমন সময় দেখি একটি ২৭নং বাস আসলো। আ্যাসিসটেন্ট বলতেছে ভাই সিটিংসার্ভিস ভাড়া বেশী লাগবো। আমি বললাম ঠিক আছে।

ফার্মগেইট এসে বাস থামলো। অথচ নামার কোন যাত্রী নাই আবার সিটও খালি নাই যে আরও লোক উঠাবে। যাত্রীরা চিল্লাচিল্লি করতেছে - অফিস টাইমে এভাবে থেমে থাকার যুক্তিটা কি? তখন এক আ্যাসিসটেন্ট বলতেছে ওস্তাদ সিগারেট খাইবোতো সেইজন্য সিগারেট আনতে গেছে। তখন এক-দুইজন যাত্রী বলতেছে আন সিগারেট টা খাওয়াইতাছি। এক আ্যাসিসটেন্টকে দেখলাম সিগারেট নিয়া দৌড়াইয়া আসতেছে।

তখন এই আ্যাসিসটেন্ট বলতেছে ওস্তাদ কিন্তু বেনসন ছাড়া অন্য কিছু খাইনা। ঐ ব্যাটা দেহি উল্টা দৌড় লাগাইছে। বেনসন এনে ওস্তাদমশাইরে ধরাইয়া দিল। তখন সব যাত্রিরা বলতেছে ঐ ব্যাটা সিগারেট ফালা। একজন বলল নবাবজাদা হয়ে গেছিস।

আরেকজন বলল আ-রে না ভাই নবাবের পুত হইয়া গেছে। তখন আগেরজন বলল ভাইজান আমিও তো তাই বললাম নবাবজাদা আর নবাবের পুত তো এক জিনিসই। সবাই হাসতে লাগলো। তখন ঐ লোক বলল ভাইজান কি আমারে বাংলা শিখাইতে চান নি। তখন তৃতীয় আরেকজন বলল ভাই বাদ দেনতো আসলে নবাবজাদাও না আবার নবাবের পুতনা, শালা আসলে শাহজাদা হইয়া গেছে।

তখন ঐ দুজন এক হয়ে বলে উঠল ঐ ব্যাটা তুই আবার কোন শাহজাদা? তিনজনে মিলে বাসে তুলাকালাম বাজিয়ে দিল। সবাই ঐ ঝগড়াতে শেয়ার করল। আর ওস্তাদ মনের সুখে সিগারেট টানতে টানতে গাড়ি চালাচ্ছে। আমারও ঠোটগুলো কেমন জানি করতে ছিল। কতদিন বাসে বসে সিগারেট খাইনা।

এখনতো বাসে বসে সিগারেট খাইলে জরিমানা আবার পাবলিকেও চিল্লাচিল্লি করে। ইস একটা চান্স মিস করলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.