আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় জাবর ২: ত্রিভুজ কি বদলাইছে?



'চোরকে ধরতে পারলেই রগ কাইটা দিবে, এরকম আরেকটা চরিত্র ত্রিভুজ। চোরের কাছে সে ব্লগের সবচাইতে বড় বেকুব, ছাগুরাম। এই ব্যাপারে চোরের সাথে আমার মত মিলে না। নোয়াখালি কিংবা চাঁদপুরের কোনো মানুষই বোকা না। ত্রিভুজও না।

তার অনেকগুলা গুণ আছে। অসীম ধৈর্য্যের সাথে গালি খেয়ে যেতে পারে। তার অনেকগুলো বোকামিই আমার কাছে মনে হয়েছে সাজানো নাটক। একটা বোকা বোকা ছায়ার আড়ালে সে নিজের কাজ করে গেছে সবার অলক্ষ্যে। একটা উদাহরণ দেই।

ব্লগের, বিশেষ করে আগের ভার্সনের, যে হাজার হাজার বাগ ছিলো, সেগুলো সম্পর্কে কেউ কথা বলতে এলেই ত্রিভুজ বুঝাতো, আসলে কোনো বাগ নেই। আইটি মূর্খদের শান্ত করতে চেষ্টা করতো। সামহোয়্যারইনের অ্যাডমিনরা প্রফেশনাল না। তারা ভাবতো, ভালোই তো। একজন তাদেরকে ডিফেন্ড করছে।

আসলে এই বাগগুলোকে ত্রিভুজ ইউজ করতো। ওভারঅল তার দায়িত্ব সে সূচারুভাবে পালন করে যাচ্ছে। এজন্য সে অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। ' চোররে দিয়া ব্লগীয় জাবর শুরু করছিলাম। ব্লগ ছেড়ে যাওনের আগে চোর তার শেষ পোস্টে যা কইয়া গেছে সেইখান থেকে কিছু অংশ উঠায়া দিলাম।

কারণ ব্লগীয় জাবরের দ্বিতীয় কিস্তিতে যার নাম আসতেছে তিনি ত্রিভুজ। চোরের লগে ত্রিভূজের লাগালাগি কখনো কখনো এমন অবস্থায় যাইতো যে, ত্রিভুজ ব্লগ ছাইড়া বাইর হইয়া যাইতে চাইতো। খালি চোর না পিয়ালগো লগেও একই অবস্থা হইতো। বহু বার ত্রিভুজ নাটকীয় ভঙ্গীতে ব্লগ ছাড়নের ঘোষণা দিছে। কিন্তু কিছু পরেই আবার ফিরা আসছে।

আমি তখন ত্রিভুজরে মাথাগরম পোলাপাইন মনে করতাম। কিন্তু চোর ব্লগ ছাড়নের পর চোরের সেই লেখার মতোই আমিও মনে করতে শুরু করছি, ত্রিভুজ যা করে তার কোনোটাই মাথাগরম করে নয়। সবই পরিকল্পনা মতো। উদাহরণ দিই, আমগো ব্লগে কতো ব্লগারের ছবি অনেকবার চেঞ্জ হইছে। কিন্তু ত্রিভুজের ছবি কিন্তু সেই আদি-অকৃত্রিম চশমাসর্বস্ব।

এইটা তার স্থিতিশীলতারই প্রমাণ। ত্রিভুজের মতাদর্শের লগে অনেকের ভিন্নতা থাকলেও মনে হয় ওই সময় এই ব্লগের জন্য সে খুব ভালো ব্লগার আছিলো (অন্ততঃ নিজের মতো করে কাম করতো), এটার লগে অনেকেই একমত হইতে পারেন। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মৌলবাদ প্রসঙ্গে বরাবর ত্রিভুজের কপালে রাজাকার খেতাব জুটছে। কট্টর আওয়ামী বিরোধী বইলা সে পরিচিত হইছে। এখনো ত্রিভুজ চালায়া যাইতেছে।

কিন্তু আগের মতো আর জমতাছে না। তার নামটারে এট্টু এদিক ওদিক কইরা অনেক ব্লগ দেখি। কিন্তু সেগুলান কি তার নিজের? দু'য়েকটা হতেও পারে। অনেক দিন ব্লগ ছাড়ন-ধরনের নাটকও সে করে না। কেন করে না তা অবশ্য জানি না।

তাইলে কি ত্রিভুজ কিছুটা বদলাইছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.