আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের ভালবাসা পেয়ে আমি অভিভূত

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

এই মাইলফলকটার দিকে তাকিয়ে ছিলাম। গতকাল রাতে আমার ব্লগ বাড়িতে ১০০০০ দর্শনের ছোঁয়া পেলাম। সাথে বোনাস হিসাবে পেলাম ১০০০ এর বেশী মন্তব্য। সত্যিই আমি অভিভূত।

যার হাত ধরে আমি ব্লগে এসেছিলাম সেই "নামহীনমানব" ব্লগে থেকে উধাও। কৃতজ্ঞতা জানাচ্ছি "নামহীনমানব" কে। যখন আমি এ লেখাটি লিখছি তখন আমার পরিসংখ্যানঃ পোস্ট করেছেন: ৬১টি মন্তব্য করেছেন: ১১৭৫টি মন্তব্য পেয়েছেন: ১০৯৫টি ব্লগ লিখছেন: ২ মাস ২ সপ্তাহ ব্লগটি মোট ১০৯০০ বার দেখা হয়েছে আসলে আমার ব্লগ হলো ভূতের বাড়ী। এখানে বেশিরভাগ কান্ডকারখানাই ভূতদের নিয়া। ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সবার কাছে।

ক্ষমা চাচ্ছি তাদের কাছে যাদের কে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি সামহোয়ারইন কতৃপক্ষকে যাদের ভূমিতে আমার এই পথ চলা। এইদুই মাস কি লিখলাম সে বিচারের ভার আবারও আপনাদের হাতে দিয়ে বলছি........ ভাল থাকবেন। ভাল থাকা হয় যেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.