আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় জাবর ১: চোররে মনে পড়ে



এই ব্লগে প্রথম আসছিলাম আমার এককালের সহকর্মীর কথা শুইনা। সে ব্লগাইতো। তার অফিসে বইসাই প্রথম এইখানে ব্লগ খোলা হয়। সেইটা ২০০৬ সাল। এরপর নিজে কাজের জন্যে এই শহর ওই শহরে থাকার কারণে খুব একটা বেশি পোস্টাইতে পারতাম না।

তবে ফ্রি পাইলেই চালায়া দিতাম। নানা ঘটনার ভেতর দিয়া এই ব্লগটা আজ এইখানে দাঁড়াইছে। আইজকা ভাবতে ভাবতে মনে পড়তাছে অনেক পুরানা ব্লগারের কথা। যারা অনেক দিন এই ব্লগ মাতায়া রাখছিলেন। যাগো লগে তর্ক হইছে জম্পেশ।

আমি খানিকটা নস্ট্রালজিয়ার কারণে পিছনে ফিরে গেছিলাম। তাগোর পোস্টগুলান পড়তাছিলাম। হঠাৎ কইরা মনে হইলো, এই ব্লগারগুলানের অনেকরেই আমরা এখন আর নিয়ামিত পাই না। অথচ আমরা তাগোর মিস করি। এদেরই একজন চোর ।

অনেক দিন ধরে এই ব্লগে চোর নিক নিয়া লিখে শেষ পর্যন্ত তিনিযে দীর্ঘ পোস্ট দিয়া বিদায় নিছিলেন, সেই পোস্টটাও বাংলা ব্লগের জন্য গুরুত্বপূর্ণ মনে হইছিলো। অহন তারে ব্লগস্পটে পাওয়া যায়। কিন্তু এই ব্লগে আর তিনি লিখতাছেন না। ব্লগীয় জাবরে আজ তারে স্মরণ করতাছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.