ভালো আছি!
পাজরের ওপর দিয়ে বুটের শব্দ যায়
আর বিধিনিষেধ আর চোখ রাঙ্গানী
পাড়িয়ে দেয় ঘুম!
ভালোইতো!
ফ্রি ফ্রি চা খাওয়ায় ক্রসফায়ার
আর আজকাল ঘরটাই বাহির
অথবা মস্ত এক তালা
আহা!
সুখে আছি খুব। আমার কথা ওরাই বলে দেয়
আমার দেখা ওরাই দেখে নেয়
খাওয়াটাও ওরা খায়
১/১১ এর তজবীহ্ হাতে আমি কেবল ঘুমাই
আমরাতো এমন বাঙলাদেশই চেয়েছিলাম
যেখানে লাথির পর লাথি হবে আরামের প্রকৃষ্ট সংজ্ঞা
যেখানে বিকৃত ইতিহাসই হবে রাষ্ট্রীয় অথিতি
আর নষ্টদের
চিকিৎসাধীন থাকবে আমাদের
স্বাধীনতা!
২৯/০৭/০৮
মহাখালী, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।