ব্লগ(Blog) এবং ব্লগিং(Blogging) কি ,কেন করা হয়?
ব্লগ হলো একটি তথ্য ভিত্তিক বা আলোচনা বিত্তিক সাইট যা ওয়াল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)এ প্রকাশিত হয়ে থাকে এবং যেটি একটি বিপরীত মূখী পোষ্ট দ্বারা প্রকাশিত হয়েথাকে মানে সর্বশেষ প্রকাশিত পোষ্ট গুলো প্রথমে প্রকাশিত হয়। ২০০৯ইং সালের পূর্ব পর্যন্ত ব্লগ গুলো নিজস্ব বা ছোট গ্রুপ দ্বারা পরিচালিত হতো এবং তখন ব্লগ গুলো একটি নির্দিষ্ট বিষয় এর উপর প্রকাশিত হতো। কিন্তুবর্তমানে অনেক লেখক এর সমন্বয়ে গঠিত ব্লগ প্রকাশিত হচ্ছে এবং যেখানে এক সাথে অনেক লেখক এক সাথে অনেক রকম পোষ্ট করতে পারে ,তাও আবার নিয়মিত।
এ গুলোকে "multi-author blogs" (MAB) বলা হয়। এগুলো সাধারণত পত্রিকা,বিশ্ববিদ্যা
১ Overview এখানে পুরো ব্লগ এর সারাংশ বুঝায়।
২. এখানে ক্লিক করে আপনার বিভিন্ন পোষ্ট দেখতে এবং তা সংশেধন করতে পারবেন।
৩.আপনি এই অপসনের মাধ্যমে আপনার বিভিন্ন পোষ্ট কে আলাদা পেজ এ লিংক করে দিতে পারেন যেমন আমাদের সাইট এ ব্লগিং,এস.ই.ও,সাইট ম্যাপ ইত্যাদি পেজ আছে।
৪.আপনার পোষ্ট এ কে কে মতামত প্রকাশ করলো আপনি তা দেখতে এবং উত্তর দিতে পারবেন আর যদি করো মতামত পছন্দ না হয় তা মুছে ফেলতে পারবেন। আপনি ইচ্ছ করলে মতামত অপসনটি মুছে ফেলতে পারেন।
৫.এটি আপনার ব্লটিকে google +এর সাথে সংযুক্ত করবে এবং আপনার পোষ্ট গুলোকে সেয়ার করবে। আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন।
৬.এই অপসনের মাধ্যমে আপনি আপনার ব্লগ এর মোট ভিজিটর দেখতে পারবেন,দৈনিক ভিজিটর,কোথায় খেকে তারা আসছে এবং কোন দেশ থেকে কত জন আসছে সব কিছু দেখতে পারবেন এবং আর একটি বিষয় আপনি যখন আপনার ব্লগ টি ভিজিট করেন তখন কিন্তু এটি আপনাকে নিয়ে মোট ভিজিটর হিসাব করে এখান থেকে আপনি আপনার ট্রাকিং অফ করতে পারবেন।
৭.এটি উপার্জন এর উপর এটি নিয়ে বেশি জানতে চাইলে আমার ব্লগ এর উপার্জন পেজ এ বিস্তরিত আলোচনা করা হয়েছে।
৮. লেআউট হলো বাড়ির জানালা দরজার মতো যে আপনার ব্লগে কোথায় কি সেট করবেন যেমন-Popular Post,Recent Post,Online Visitor Blog আমাদের ব্লগ যেহেতু বাংলায় তাই আমরা জনপ্রিয় পোষ্ট,ব্লগে সংরক্ষিত পোষ্টসমূহ ইত্যাদি সেট করেছি। এর উপর আরো বিস্তরিত জানতে চাইলে আমার ব্লগ এর টিপস্ এন্ড টিক্স পেজ এ পাবেন এবং বিভিন্ন প্রকার উইটগেট আপনি উইটগেট পেজ এ পাবেন।
৯.টেমপ্লেট হলো ব্লগ এর বাহিরের সুন্দর্য আপনার বাড়ি যদি দেখতে সুন্দর হয় তবে মানুষ কি করবে তাকিয়ে থাকবে তাইতো ঠিক তেমনি আপনার ব্লগ এর সুন্দর্য ভিজিটর কে আরো আকৃষ্ট করবে। এখান থেকে আপনি অনেক ডিফল্ট টেমপ্লেট পাবেন যা সেট করতে পারেন আপনার ব্লগে অথবা বাহিরের টেমপ্লেট ও সেট করতে পারেন।
১০.এই অপসানটি অনেক বড় একটি বিষয় তাইেএটির উপর একটি পোষ্ট আপনারা টিপস্ এন্ড টিক্স পেজ এ পাবেন।
আশাকরি কিছুটা হলোও আপনাদের ব্লগা সম্পর্কে ধারণা হয়েছে। যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তবে তা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আগামীদিন ব্লগ এর উপর আরো অনেক কিছু নিয়ে হাজির হবো।
আল্লাহাফেজ।
যদি কারো কোন প্রশ্ন বা সাহায্য লাগে তবে আমাকে ইনবক্স করতে পারেন abbtips@gmail.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।