তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !
এমনি এমনি নাকি কোন কিছু হয়না তাই বলে তো এমনি এমনি টেনশন কমেনা বলছিলেন সামুর সাবেক এক মডু । বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলছি না বুঝলে বাকি টুকু আর পড়া দরকার নাই ,,, আম্মু মালবে ..। তো এই প্রিয় জিনিসটা নিয়ে কিশোর কুমার পর্যন্ত গান লিখেছিলো "সিগারেট যেনো এক স্বেত পরী = গোল গোল সাদা আহা মরি মরি " হুমায়ূন আহমেদ সবচাইতে সাহসিকতার সাথে এটি ছেড়ে দিয়ে আদর্শ স্হাপন করে গেছেন তিনি মোচ ১৮৬ বার নাকি ছেড়ে ছিলেন ।
জনৌক আরেক বিখ্যাতো .ব্লগার বলেন সকালে দু-চুমুক না দিলে বাথরুমে যাও"য়াই নাকি বৃথা হয় । এমনই মজার জিনিস, আপনি চাইলে টানতে পারবেন, কিন্তু সুধি সমাজ আপনাকে পান করিয়ে ছাড়বে, চাটুল সমাজে খাওয়া কথাটি্ও বেশ চালু আছে। বলতে পারেন বহুমুখী কার্যকারীতা কিন্তু সরকার এর প্রমটে মোটেও আন্তুরিক নয় এমনকি একটা বিজ্ঞাপনও আজাকাল পাওয়ার উপায় নাই . তার উপড়ে চওড়া দাগে ট্যাক্স বসিয়ে আপনার টাকা পুড়িয়ে ছাই করছে । এরই নাম গনতন্ত্র । এতো এতো ধূমপায়ী তাদের কি কোন অধিকার নাই ! ঘরে বাহিরে নির্যাতন ! সয়ং ওবামা সাহেবও নাকি বিবির চাপে আজ স্মোকফ্রি হয়েছেন! বিয়ের বয়স পারকরেও বেচেলার বড় ভাই আজও বেচেলার আছেন কেবল ওবামা সিন্ড্রম এর কারনে ।
আমেদের অনুপ্রেরনা দেয়ার কেহ নাই! ভালবাসা দেয়ার কেহ নাই! উদাস মুখে টংদোকানের সামনে ধূয়া ছাড়ি আর ভাবি কি আছে দুনিয়ায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।