সাত বছর পর আবার মন্চে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার ৷ ৩০ জুলাই সন্ধায় জাতীয় নাট্যশালায় (শিল্পকলা একাডেমি)ঢাকা থিয়েটারের যৈবতী কন্যার মন নাটকে তিনি অভিনয় করবেন৷ মন্চের দর্শকপ্রিয় এ নাটকটি লিখেছেন সেলিম আল দীন৷ নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ৷
দীর্ঘদিন পর অভিনয় করা প্রসঙ্গে শমী বলেন, আমি শেষ কাজ করেছিলাম ২০০১ সালে যৈবতী কন্যার মন নাটকে ৷ গত সাত বছরে টিভি নাটক আর নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় মন্চে কাজ করা হয়ে ওঠেনি৷
তিনি আরও বলেন, নাট্যকার সেলিম আল দীন জীবিত থাকাকালে কোথাও আমার সাথে দেখা হলেই দুঃখ করে বলতেন, তুমি মন্চ ছাড়লে কেন? আবার কাজ শুরু করো ৷
আমিও বলতাম, করব৷ কিন্তু সময় করে উঠতে পারিনি৷ তিনি মারা যাওয়ার পর এ নিয়ে ভেতরে ভেতরে একটা অনুশোচনাও ছিল ৷ এবার ঢাকা থিয়েটারের ৩৫ বছর পূর্তি এবং শাশ্বত সত্যর জন্য এ নাটকের একটি বিশেষ প্রদর্শনী হবে বলে সময় বের করে নিলাম ৷
যৈবতী কন্যার মন নাটকের নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, এ নাটকের প্রদর্শনী থেকে পাওয়া অর্থ আমরা তুলে দেব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র শাশ্বত সত্যর চিকিৎসার জন্য ৷ শাশ্বত অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৷ পাশাপাশি দলের ৩৫ বছর পূর্তিও আমরা উদযাপন করব ৷ ওই দিনের শ্লোগান হলো - নাট্যাচার্য সেলিম আল দীনের সৃষ্টির আলোয় কেটে যাক জরা-ব্যাধি ও মানুষের কষ্ট ৷ শাশ্বত সত্য'র পাশে আমরা ৷
যৈবতী কন্যার মন শিল্প-সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠা নারীর গল্প ৷ প্রথম অধ্যায়ে একজন কন্ঠশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন শিমূল ইউসুফ৷ দ্বিতীয় অধ্যায়ে দেখা যাবে পরী নামের যাত্রাপালার অভিনেত্রী হিসেবে সেই নারীর পুনর্জন্ম ৷ পরী চরিত্রে অভিনয় করছেন শমী কায়সার ।
তথ্যসূত্র : দৈনিক প্রথম আলো, ২৮ জুলাই ২০০৮, পৃষ্ঠা ১৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।