আমি আইনি লড়াই চালাচ্ছি মিথ্যা অভিযোগে করা তিনটি মামলার বিরুদ্ধে। আপনি জানেন, সিএসবি বন্ধ, সংবাদ খুব অল্প সম্মানী দেয়, যাও নিয়মিত নয়। আর আমার গ্রেফতার, নির্যাতনের পর থেকে ডয়েচেভেলে কোন খবর নিচ্ছে না। সবমিলিয়ে এক প্রকার বেকার বলতে পারেন। তবে মামলা সংক্রান্ত কাজে রাজশাহী-ঢাকা ঘুরে বেড়াচ্ছি।
এখন মামলার কাগজপত্র তোলার জন্য রাজশাহীতে। হয়ত এক সপ্তাহের মধ্যে ঢাকায় যাবো হাইকোর্ট করার জন্য। আমার প্রচন্ড ক্ষোভ, যন্ত্রণা, কষ্ট, ঘৃণা হয় এই ভেবে যে, আমাদের মিডিয়া নিজেদেরকে জাতির বিবেক বলে দাবি করে। কিন্তু বিনা অপরাধে একজন নির্দোষ ক্ষদ্র কলম সৈনিককে এভাবে নির্যাতন করলো, মিথ্যা অভিযোগে মামলা দিলো, কিন্তু কেউ রিপোর্টটি পর্যন্ত করলো না? এর দু'টি কারণ আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। তা হলো হয় বর্তমান পরিস্থিতির কারণে সবাই নিজেকে বাঁচাতে ভীরু হয়ে গেছেন না হয় মিডিয়ার মালিকপক্ষের অসততা, অস্বচ্ছতা।
এই দেখুন না, গত শুক্রবারে সর্বহারা লিডার ডা. মিজানুর রহমান টুটুলকে গ্রেফতার বিষয়ে রাষ্ট্রীয় নাটক। রোববারে তাঁকে (ডা. মিজানকে) বিচার ছাড়াই ক্রসফায়ারে হত্যা! কই আমাদের মিডিয়াতো একেবারে চুপচাপ। কেন, কার স্বার্থে? এটা কি দেশের মঙ্গল, মানুষের কল্যাণ, সার্বিক সুশাসনকে সংহত করবে? নিশ্চয়ই নয়।
যাহোক, আমি কিন্তু বসে নেই। কাজ করে যাচ্ছি।
আমার ওপর নির্যাতন কাহিনী নিয়ে অন্ধকারে ১৫ ঘন্টা নামে একটি বই বের করেছি গত ফেব্রুয়ারিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।