ৃবিকটজত চ্হজহদজদজবদ বিবেকের টানে এই পোষ্ট।
আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি শ্রদ্ধেয় ব্লগার ধীবর, জুলভার্ন, বাংলাদেশ জিন্দাবাদ প্রমুখের কাছে আমার কান্ডজ্ঞানহীন ও নির্বোধ কমেন্টের জন্য।
ব্লগে আসতাম সাময়িক সময়ের বিনোদনের জন্য, তাই সিরিয়াস পোষ্ট সেভাবে পড়তাম না। ঠিক এই কারণে " চিলে নিয়েছে কান" এর মত শুনে হুযুগে কান্ডজ্ঞানহীন ও নির্বোধ এর মত কমেন্ট করেছি। শ্রদ্ধেয় ব্লগার ধীবর এর সেই বিখ্যাত পোষ্টটা মনোযোগ দিয়ে পড়ার পর আমি শ্রদ্ধেয় ব্লগার জুলভার্ন ও বাংলাদেশ জিন্দাবাদ এর কমেন্টের সাথে পূর্ণ সহমত।
আমি রাজনৈতিক কোন দল বা আদর্শের সমর্থক তো নইই, এমনকি সচেতনও নই। একজন সাধারণ পক্ষপাতহীন বিবেকবান মানুষ হিসাবে পত্র-পত্রিকায় প্রকাশিত বিভিন্ন ঘটনা পড়ার পর মনে হয়েছে, প্রতিবাদ হিসাবে শ্রদ্ধেয় ব্লগার ধীবর এর সেই বিখ্যাত পোষ্টটা যথেষ্ট শালীন,মার্জিত ও অনাক্রমণাত্তক। এ পোষ্টটাকে সাম্প্রদায়িক ট্যাগ করলে অসাম্প্রদায়িকতা কি তা জানা নেই।
আমি একজন সাধারণ পাবলিক ক্লাশ ব্লগার। ব্লগ পড়ে জানি অনেক সময় অনেককিছু।
তাই আমি নিয়মিত না লিখলেও আপনারা নিয়মিত লিখবেন আশা রাখি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।