আমাদের কথা খুঁজে নিন

   

ইদানীং ব্লগিং: দেখি শুধু সস্তা জনপ্রিয়তার খেলা

আ মা র আ মি

অবাক হয়ে খেয়াল করলাম ব্লগে ইদানীং কোন কোন ব্লগারকে সম্মোধন করতে গিয়ে নানা জন নানা বিশেষন ব্যবহার করছে। এই যেমন জনপ্রিয় ব্লগার, ব্লগের মধ্যমনি, সনামধন্য ব্লগার ইত্যাদি ইত্যাদি। আর নিজেরে এমন জনপ্রিয় করতে গিয়া কিছু কিছু ব্লগারকে পাদ-গু মার্কা পোষ্ট দিতে দেখা যাচ্ছে। আর পাঠককুলও সে গন্ধে সেই পোস্টে ঝাপিয়ে পড়ছেন, আর আরও বেশী দূর্গন্ধ ছুটাচ্ছেন। কেউ কেউ সেই পোস্ট কে উল্লেখ করে নতুন আরেকটা ব্লগ ছাড়ছেন, তাতে পুরানো দূর্গন্ধটাও থাকছে, নতুন আরও কিছু দূর্গন্ধ জড়িয়ে দিচ্ছেন, যদি সেই বিশেষ ব্লগার এসে তার পোস্টে একটা মন্তব্য করে যান তো, তার ব্লগও হিট।

কিছুদিন আগে সামহোয়্যার কতৃপক্ষ ব্লগে বিজ্ঞাপনের সুর তুলেছিলেন। তখন স্পষ্টই বোঝা যাচ্ছিলো তাতে এমন জনপ্রিয় ব্লগারাই লাভবান হবে বেশী। বুঝিনা, সে লাভের আশাই কিনা এ প্রতিযোগিতা নাকি অন্য কিছু। তবে এ কথা বলতে দ্বিধা নেই, ব্লগে খাদ্যের চেয়ে গু-পাদের গন্ধই বেশী। (বি:দ্র: আমি জনপ্রিয়তার জন্য লিখি না, তবু আমার এ পোস্টে গু-পাদ সংক্রান্ত কথাগুলা এসে গেল।

যেটা দিয়ে ময়লা পরিস্কার করতে যাবো, তাতে তো খানিকটা ময়লা লাগবেই। তাই কিছুই করার নেই। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।