আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশেহারা।
ভারত সরকার আগামী বছর থেকে এমবিবিএস ডাক্তারদের আরও কঠিন পরীক্ষায় ফেলতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী সরকারী মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তারদের গ্রামে ১ বছর কাজ করা বাধ্যতামূলক করে দিয়েছে। এটি না করলে তারা সার্টিফিকেট পাবেন না। অন্যদিকে প্রাইভেট মেডিকেলের ব্যাপারে কোন সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি।
গ্রামে ১ বছর কাজ করার পরই তারা সার্টিফিকেট পাবে এবং পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করতে পারবে। এ সিদ্ধান্তে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে এরকম নিয়ম এখনও পর্যন্ত করা হয়নি। বাংলাদেশে ইন্টার্নি ডাক্তাররা মাসে ৬০০০ টাকা করে পায়। এই বছর থেকে তা ৮০০০ করা হতে পারে।
অপরদিকে ভারতে তারা পায় ১০,০০০ রুপি।
অন্যদিকে ইন্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্টরাই যত মজা উপভোগ করে। সব দিক দিয়েই মেডিকেল স্টুডেন্টরা বাঁশ খায়..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।