আমাদের কথা খুঁজে নিন

   

সবের সাথে ভাগাভাগি করবো কি...........মনের অতলের খেদ



আপনাদের বলি........একবার ভাবুন............ পৃথিবীর সবথেকে কষ্টময় বুক ঝাঁঝড়ানো মুহূর্ত কোনটি? আমার আক্ষেপর সময়টি যখন আমার কিছুই করার থাকে না; তাই না? আংশিক ঠিক। আমি বলি.... খুব কষ্ট পাই; কষ্টের রঙ অনেক। তাও এড়ানোর চেষ্টা করি, কখনো পারি কখনো পারি না। পারি নার সময়টা আমার হাত হিশফিশ করতে থাকে পেইন্ট করার জন্য; পেট মুচড়াতে থাকে......... একজন শিল্পীর সব থেকে বড় কষ্ট যখন তার ক্যানভাস থাকে না..........আমি কি করে স্বপ্ন দেখবো আমার স্বপ্ন রঙা ক্যানভাস নাই........কি করে স্বপ্ন রাঙাবো........আমার যে রঙ নাই..........আমার স্বপ্নের দাগগুলো গাঢ় করবো কি করে...........আমার যে তুলি নাই...... আমি বিষম রাতের মতো কালো করে আমার মুখ বি-সম ব্যাথার চাদর চাপিয়ে শীতার্ত জনে নিবেদন করি.............আমার কষ্টে ভাগ বসানোর মতো একজনও কি নাই? আমাকে একটা রঙপেন্সিল দেবে...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.