অসম্ভব শব্দটি শুধুমাত্র বোকাদের অভিধানেই থাকতে পারে। বিপিএল এর খেলা দেখছিলাম টিভিতে, বরিশাল বার্ণার্স বনাম চিটাগং কিংস। টানটান উত্তেজনা, ১৬ ওভারের মধ্যে জিততে পারলে সেমিফাইনালে যাবে বরিশাল......... টিভিতে বারবার দেখাচ্ছে.. ২০ বলে ১৬ রান করলেই বরিশাল সেমি ফাইনালে, শেষ পর্যন্ত বরিশাল পারলো এবং আমরা আনন্দে আত্নহারা.................. আজ হঠাৎ কি দেখলাম। বরিশাল বার্ণার্স এর পরিবর্তে চিটাগং কিংস সেমি ফাইনালে। পয়েন্ট এবং রান রেটে নয়, দলগুলোর হেড টু হেড পারফরমেন্সে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলা চলাকালিন সময়ে কোথায় ছিল এ নিয়ম, এর অর্থ কি? এ রকম মাথা মোটা কাজকর্ম বিপিএল কমিটি কিভাবে করল? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই................ যেখানে আইপিএল এর সাথে বিপিএল কে তুলনা করে বিপিএল এর উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানে এ রকম ফাজলামী কেন? জবাব চাই................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।