বাংলা ছবি যারা দেখলে চুলকানি শুরু হয় এই পোস্ট তাদের জন্য না।
শিলার যৌবন আর মুন্নির বদনামের স্রোতে বাংলা গানের প্রতি এখনকার প্রজন্মের আগ্রহ খুব একটা দেখা যায়না। আর তার উপর যদি বাংলা সিনেমার গানের কথা উঠে, তাহলে তো কথাই নেই। তবু পুরনো দিনের বাংলা ছবির এমন কিছু গান আছে যা এখনো এভারগ্রীন। হারানো দিনের সেই গানের কথা আর আবেগের বহিঃপ্রকাশ এখনকার বাংলা গানে খুব একটা দেখা যায়না।
ক'দিন আগে বাসে চড়ে অফিসে যাচ্ছিলাম। বাস জ্যামে পড়লে রাস্তার পাশের দোকান থেকে একটা গান শুনলাম-অবশ্যই হালের বাংলা ছবির গান। গানের কথাগুলো ছিল এই রকম: আমারে একটু চুলকাইয়া দে
চুলগুলি একটু টাইনা দে...
এই যদি হয় বাংলা সিনেমার গানের অবস্থ, তাহলে তো আর নতুন প্রজন্মের দোষ দিয়ে লাভ নেই। তবু আশার কথা হচ্ছে, সঙ্গীত বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা এখন সিনেমার গান কম্পোজিশন করছে-নিশ্চই আবারো ভাল গান আসবে বাংলা সিনেমায়, এই আশা আমরা করতে পারি।
যাই হোক-কথা না বাড়িয়ে এখন বেশকিছু পুরনো বাংলা সিনেমার গানের লিংক দেব-আশা করছি আপনাদের ভাল লাগবে...
(সবগুলো গান অরিজিনাল কম্পোজিশনের-রিমেক নয়)
1 আমার গরুর গাড়িতে
2 আজ দেখা
3 আমি জানিনা কত জল আছে সাগরে
4 আমার যমুনার জল দেখতে কালো
5 আগুনেরন দিন শেষ হবে একদিন
6 আকাশেতে লক্ষ তারা
7 আমার বুকের ম্যধখানে
8 আমার হৃদয় একটা আয়না
9 আমার এই জগতে তুই ছাড়া কে আছো .
10 আমার অন্তবে তুমি
11 আমার নিঃশ্বাস বলো বিশ্বাস বলো
12 আমার প্রেমের তাজমহল
13 আমার স্বপ্নে দেখা রাজকন্যা
14 আমার সারাদেহ
15 আমি যে তোমার কে
16 আমি ছিলাম একা
17 আমি তোমাকে কতটা চাই
18 আমি তোমাকেই, তোমাকেই শুধু চাই
19 আমি তোমার মনের মত
20 আমি রজনীগন্ধ্যা ফুলের মত
21 অনেক বৃষ্টি ঝরে তুমি এলে
22 অনেক সাধের ময়না
23 আরো আগে কেন তুমি এলেনা (আইয়ুব বাচ্চু)
24 আসসালামু-আলাইকুম বিয়াইন সাব
25 ভালোবাসা
26 বলোনা
27 ও কোকিলা তোরে শুধাই
28 বাপের চোখের মনি
29 ভালোবেসে গেলাম শুধু
30 বিদায় শেষ বিদায়, চির বিদায়
31 বধু বেশে কন্যা যখন এলোরে
32 বুক ভরা ভালোবাসা
33 চঞ্চল মেঘ
34 ছায়া হয়ে
35 চোখের জলে আমি ভেসে চলেছি
36 ছোট্ট একটা জীবন
37 ডাক দিয়াছেন দয়াল আমারে
38 ডাকে পাখি খোলো আঁখি
39 দিনের কথা দিনে ভালো
40 এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
41 এই পথ যদি না শেষ
42 এই বুকে আছে শুধু জ্বালা
43 এই চোখ বলে মন বলে
44 এই জন্ম একবার, মৃত্যু একবার
45 এই মধু বরষাতে
46 একবার যদি কেউ ভালোবাসতো
47 একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি
48 একদিন চলে যাবো
49 একি সোনার আলোয়
50 একটি ভুলো কাঁদে দুটি হৃদয়
এইসব গান গুলো যদি দেশসেরা শিল্পীদের গলায় শুনতে পারা যেত তাহলে খুবই ভালো লাগত
এখন তো দেশে গানের অনুষ্ঠানের অভাব নেই।
সেসব অনুষ্ঠানে ভাল ভাল শিল্পীদের আমন্ত্রণ করে তাদের কন্ঠে হারিয়ে যাওয়া গানগুলো শুনার ব্যবস্থা করলে খুবই ভাল হত।
হাজার হোক আমাদের ঐতিহ্য তো আমাদেরকেই রক্ষা করতে হবে !!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।