অবসরে কিংবা মন খারাপের সময় আমি যে দুটো জিনিস করি তা হলো হয় গান শুনি কিংবা বই পড়ি। ব্লগে নিয়মিত হওয়ার পর আমার বই পড়া চাঙ্গে উঠেছে গত ২ বছরে সব মিলিয়ে ১০টা বই পড়েছি কিনা সন্দেহ আছে অথচ একটা সময় ছিলো বই পড়ার নেশায় নাওয়া খাওয়া ভুলে যেতাম। যাইহোক এখন মন খারাপের সঙ্গী বলতে গানই আছে। গতকাল রাতে গান শুনলাম অনেক রাত পর্যন্ত। তার থেকে আপনাদের ১০টা গান শেয়ার করলাম।
১। শাহনাজ রহমাতুল্লাহ'র কণ্ঠে "যে ছিলো দৃষ্টির সীমানায়"
২। তাহসানের কণ্ঠে "কত দূর কত পথ"
৩। রুপনকারের কণ্ঠে "মেঘে মেঘে তোকে দেখেছি"
৪। শ্রীকান্ত আচার্যের কন্ঠে "পথে পথে চলতে চলতে"
৫।
ফাহমিদা নবী'র কন্ঠে "স্বপ্ন গল্প"
৬। ফাহমিদা নবী'র কন্ঠে "কষ্ট আমার"
৭। এলিটা ও মেহেদী'র কণ্ঠে "ভোরের শিশির"
৮। হাবিব ও ন্যান্সি'র কন্ঠে "দ্বিধা"
৯। অনুপম রায় ও স্রেয়া গোসালের কন্ঠে "জানি দেখা হবে"
১০।
অর্ণবের কন্ঠে আমার অনেক অনেক প্রিয় ও একটি গান "নয়ন তোমারে পায় না দেখিতে"
অনেক কাজ পেন্ডিং পরে আছে। এবার আমি যাই আপনারা গান শুনেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।