সেই কবে ২০০০ সালে ভাইয়া এই অদ্ভুত সুন্দর গান গুলো কোত্থেকে যেন জোগার করে এনেছিল । ওকে জিজ্ঞেস করতেই জান তে পারলাম, এইটা পুরোনো ছবি অ্যালবামের গান ।
তার পর কতগুলো বছর চলে গেল গানগুলো মাথায় রয়েই গেল । কিন্তু খুঁজে পেলাম না ।পরে গুগল সার্চ দিয়ে জানতে পারলাম যে গান গুলো K - oz ব্যান্ডের গান এগুলো । কিন্তু এই ব্যান্ড সর্ম্পকে কিছুই জানতে পারলাম না । এই কবে কারা তৈরী করেছে আর কারাই বা গেয়েছে এত সুন্দর গান গুলো?
এমনকি গানগুলো ডাউনলোড করার অ্যাভেলএ্যাবেল লিঙ্ক পেলাম না ।
K - oz গান গুলো :
# বালি হাঁসের ডানা
# বাঙালী হয়ে
#ঘৃনা
# কবিতায় বালি হাঁসের ডানা
# মরু মাঠ
# নিখোজ সংবাদ
# পুরোনো চাবি
# উষ্ঞ ছোয়া
# ভাবছো তুমি ভাবছি আমি
# ভালোবাসা দাও
# ভয়
সম্ভবত এদের একটাই এ্যালবাম বের হয়েছিল । পুরোনো ছবি নামে । কিন্তু এই সুন্দর গানগুলো কোথাও কি কোনো ওয়েব সাইটে নেই????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।