কুয়েত থেকে বলছি......
আজ এখানে একটি ঘটনা শেয়ার করতে চাই সেটা হল,
কয়েকদিন আগে অফিস থেকে বাসে বাসায় ফিরছিলাম, আমার সামনের সিটে ১টি Indian মেয়ে বসেছিল, যার সাথে আমার প্রায়ই দেখা হয়, যদিও এখন পর্যন্ত কোন কথা হয়নি।
ত ঐদিন আমার পাশের সিটে ১টি বাঙালী ছেলেও বসেছিল, দেখে মনে হল ছেলেটি তেমন শিক্ষিত না, তারপর ছেলেটি যে কাজটি করল সেটা দেখে আমি অবাক।
ছেলেটি মেয়েটিকে প্রথম যে কথাটি বলল সেটা হল, "বাঙালী", তখন মেয়েটিও একটি শব্দ বলল সেটা হল, "What", তারপর ছেলেটি ২ / ৩ বার Sorry বলল।
আমি মনে মনে ভাবলাম ছেলেটি আর একটু ভালভাবেও জিগ্গাসা করতে পারত, তাহলে মেয়েটি হয়তবা এভাবে আচরন করত না।
তাই আমি মনে করি আরো বেশি বেশি শিক্ষিত লোক Middle East এ আসতে হবে। তাহলে আস্তে আস্তে Middle East এ আমাদের অবস্তা ভাল হবে।
আজ এ পর্যন্তই "এরোবিদারসি"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।