ছোট্ট এক পাহাড়ী শহর --কোডাইকানাল ১ম পর্ব
ছোট্ট এক পাহাড়ী শহর --কোডাইকানাল ২য় পর্ব
কোডাইকানালে পা দিয়েই মন ভালো হয়ে গিয়েছিল.......পরিবেশ প্রকৃতি ছাড়াও যে জিনিস টা ছিল তা হচ্ছে পাবলিকের হাসি এবং উচ্ছলতা....যেখানেই যাই যেদিকেই যাই সবাই হাসি খুশী.....আর পরিবেশটাও মজার......মাঝে মাঝে হালকা বৃষ্টি.....সাথে হালকা রোদ.....একষ্ট্রা পাইসিস হচ্ছে মেঘের চাদর........সাথে ঠান্ডা......
মজার ব্যাপার সেখানে ৯টা বাজতেই দোকানপাট প্রায় সব বন্ধ......রেষ্টুরেন্ট খুব বেশী হলে ১০ টা পর্যন্ত খোলা......হোটেলের রেষ্টুরেন্ট বার গুলি অবশ্য ১২ টা সারে ১২ টা পর্যন্ত খোলা থাকে......যে কয় দিন ছিলাম বিকেলে লেকে বোটিং করেছি নিয়মিত.....প্যাডেল ওয়ালা নৌকা....২ সিটার এবং ৪ সিটার......যার যে রকম দরকার সে সেই রকম নৌকা নিচ্ছে.......
এর মাঝে একদিন লোকাল টুর নিয়ে চক্কর দিলাম সারা কোডাইকানাল......সকাল থেকে বিকেল পর্যন্ত.......প্রায় ১৬/১৭ টা প্লেস ওরা ঘুরে দেখায়.......সাথে যদি নিজস্ব গাইড না থাকে তবে লোকাল টুর নেওয়াই ভালো......তবে একটু সমস্যা হচ্ছে অনেক সময়েই কোনো কোন স্পটে ওরা তাড়াহুরা করে.......বলে যে তাড়াতাড়ি দেখে আসুন......সময় নাই পরের স্পটে যেতে হবে......আরেকটা মজার জিনিস হচ্ছে জংগোল ট্রেকিং.....একটু সাহস নিয়া হাতে কম্পাস নিয়া রাস্তার বামে ডানে আইসা পাহাড় দেইখা উইঠা পরবেন ( উপরওয়ালা ভরসা )......উঠতে একটু কষ্ট হলেও একথা বলতে পারি একদমই বোর হবেন না......বরং পাহাড়ে উঠার পর মনে হবে দ্বিগবিজয় করলেন......সাথে বোনাস হিসেবে পাবেন নাম না জানা হরেক রকম পাহাড়ি ফুল.....আমাদের পূর্বপুরুষের ( বান্দর )যথেষ্ট আনাগোনা আছে.......মজা হলো ওরা আপনাকে কম্পানী দিবে তেমন বিরক্ত করে না.....তবে যদি কোনো খাবার ওদের সামনে খান অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না......শেয়ার না দিয়া থাবড়া খাইলে আমার দোষ নাই.......পানির বোতোল সাথে নিতে ভুলবেন না..... আর সবচেয়ে বড় কথা সন্ধ্যার পরে জংগোলের আসে পাশে না......অন্য কিছুতে ভয় না পান ঝিঝি পোকার বিকট শব্দে যে ভয় পাবেন তাতে কোনো সন্দেহ নাই.......মনে হয় যেন পুরা ড্রীল মেশিন.......
হোটেল চুজ করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখবেন যেন বাথরুমে গরম পানির ব্যবস্থা থাকে......তাছাড়া গোসল করা শিকায় উঠবে.....
চলে আসার সময় বেশ খারাপ লাগছিল.....সন্ধ্যার সময় হোটেল থেকে গাড়ি আমাদের কে বাস স্টপে দিয়া আসল......বাস দেইখা টাসকি......দোতালা বাস.....মাত্র ৩০ টা সিট নীচে উপরে মিলায়.....নীচে মনে হয় ৮ টা বাকি গুলি উপরে......সব গুলিই স্লিপিং সিট.....বাসে উঠার একটু পরেই দেখি ঘুমে চোখ ঢুলু ঢুলু......এক ঘুমে রাত কাবার.....ভোরে যখন ঘুম ভাংলো প্রায় আমার শহরের কাছাকাছি চলে এসেছি.......
( ছবি গুলি সব গুগল থেকে ধার করা )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।