চোখ বুজলেই চোখের সামনে এখনো জ্বল জ্বল করে উঠে তার লম্বা, হালকা-পাতলা গরনের শক্ত দেহটি। গত মার্চ এ যখন ঢাকায় কবি শহীদ কাদরীর উপর ডকুম্যান্টির জন্য ব্যাস্ত তখন ষাট দশকের জনপ্রিয় গল্পকার মাহমুদুল হক(বটু)র সাথে তার ঝিকাতলার বাসায় এক দীর্ঘ আড্ডার সুযোগ হয়েছিল। জীবন আমার বোন, কালো বরফ ইত্যাদি বই লিখে তিনি বাংলা সাহিত্যের একটা বিশেষ জায়গা করে নিয়েছেন। তাঁর আরেক পরিচয় ষাট দশকে বিউটি বোর্ডিং, চেচিংচু,রেক্স ইত্যাদি কেন্দ্র করে কবি শহীদ কাদরী, প্রয়াত কবি শামসুর রাহমান,বেলাল চৌধুরী সহ আনেকেই যে সাহিত্য আন্দোলন গড়ে তুলেছিলেন মাহমুদুল হক ছিলেন তাদের মধ্যে আন্যতম।
না, তিনি আর আমাদের মাঝে নেই। এইমাত্র ঢাকা থেকে এই কঠিন সত্য কথাটি আমাকে শুনতে হল্। নিউইয়র্কে আসুস্থ কবি শহীদ কাদরী তাঁর দীর্ঘ দিনের বন্ধুর এই প্রয়ানে বাকরুদ্ধ! আমরা তাঁর আত্বার শান্তি চাই। তার পরিবারদের্ এই শোক বয়ে বেরানোর মত শক্তি কামনা করছি।
সন্দেহ নেই মাহমুদুল হক এর এই প্রয়ান বাংলা সাহিত্যের এক আপুরনীয় ক্ষতি।
আদনান সৈয়দ
নূইয়র্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।