কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...
আমি বেশ কিছুদিন আগে এক রিক্সাওয়ালা কে নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম।
Click This Link
সেটাতে তাদের জীবনের দুঃখ কষ্টের একটা দিক তুলে ধরতে চাইসিলাম। আজ আবার পোষ্ট দিচ্ছি, রিক্সাওয়ালাদের বিরুদ্ধে। কেউ ভাববেন না আমি একমুখে দুই কথা বলতেসি। আমি শুধু রিক্সাওয়ালা নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের কে বলতে চাই, আর কিছু না, এমনিতে আমি ওদের ভালোই শ্রদ্ধা করি ... আপনি আপনি বলে ডাকি ... অনেকে আছেন দেখি খুব অবলীলায় তুই তুকারি করতে থাকেন ...
লোকেশনঃ সিলেট
সিলেটের এই একটা আজিব জিনিস, রিক্সাওয়ালা, যদিও সিলেটের সব ই আমার আজিব লাগে, তবু এই রিক্সাওয়ালারা আরো বেশী আজিব।
তারা কেউ কোথাও যাবে না, বসে থাকবে, গল্প করবে, তবু কেউ কোথাও যাবে না। প্রথম প্রথম খুব মেজাজ খারাপ হত। যাবে না এই অপরাধে কত রিক্সার চাক্কার পাম্প ছেড়ে হাতে ২ টাকা ধরায়া দিয়ে চলে আসছি এরকম কাহিনী অহরহই হত, তখন অনেকের চোখে দেখতাম, অসহায় ক্রোধ, আবার অনেকের চোখে কিছুই হয় নাই, এরকম একটা ভাব ...
যাই হোক, ২বছর কাটানোর পর ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল, ডাকলে যাবে না এটাই তখন স্বাভাবিক মনে হতো ...
লোকেশনঃ ঢাকা
মিরপুর কিছুদিন ছিলাম, ওখানে অর্ধেক সময় ই রিক্সা ডাকতে হতো না, তার আগেই চলে আসত। তারপর মাঝে কিছুদিন ধানমন্ডি ছিলাম, ওখানেও মোটামুটি একই অবস্থা, রিক্সা ডাকার আগেই কাছে এসে জিজ্ঞাসা করত, "কই যাবেন...?"
নিজেকে খুব নবাব কিসিমের কেউ মনে হতো । সিলেটের সেই অভ্যাস মোটামুটি ভুলেই গেসিলাম।
এখন আপাতত আছি শান্তিবাগ, লোকে বলে ওইটা নাকি নবাবের এরিয়া, শুনে হাসব না কাদব ঠিক বুঝতে পারিনা, সকালে উঠে মাথায় প্রথমেই যে চিন্তাটা আসে সেইটা হলো, রিক্সা পাবো তো? এমনিতে প্রচুর রিক্সা, কিন্তু কেউ যাবে না, যদি খুব ভালো করে জিজ্ঞেস করি, ভাই কেন যাবেন না, উত্তর দেয়ার প্রয়োজনটুকুও বোধ করেনা। এসব দেখে আবার সিলেটের কথা মনে পড়ে...।
গতদিন এক বুড়া চাচাকে বলসি, "চাচা, যাবেন...?"
সে বলল "না, যামু না..."
"তাইলে কি করবেন? যাবেন না কেন...?"
চাচা নিশ্চুপ ...
আমি আবার তার চোখের দিকে তাকিয়ে বললাম,
"তাইলে বইসা বইসা বা... ছিড়েন..."
অনেকদিন পর কোন রিক্সাওয়ালার চোখে অসহায় ক্রোধ দেখতে পেলাম ...
এবং ...
নিজের মধ্যে পৈশাচিক আনন্দ অনুভব করলাম ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।