এছাড়া শনিবার আরো চারটি দল প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হলো বুরকিনা ফাসো, ইথিওপিয়া, নাইজেরিয়া ও সেনেগাল।
বাছাই পর্বের গ্রুপ পর্ব পেরুনো দশটি দেশ থেকে প্লে-অফের মাধ্যমে (হোম ও অ্যাওয়ের ভিত্তিতে)৫টি দেশ যাবে ব্রাজিল বিশ্বকাপে। কায়রোতে আগামী ১৬ সেপ্টেম্বর প্লে-অফের ড্র হবে।
শনিবার ‘বি’ গ্রুপের খেলায় তিউনিশিয়াকে ২-০ গোলে হারিয়েছে কেপ ভার্দে।
ছয় ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বুরুকিনা।
‘এ’ গ্রুপে মধ্য আফ্রিকাকে ২-১ গোলে হারিয়ে ছয় ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে ইথিওপিয়া।
আর ‘এফ’ গ্রুপে মালাবিকে ২-০ গোলে হারিয়ে পরবর্তী ধাপে পৌঁছেছে নাইজেরিয়া। ছয় ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১২।
সেনেগাল ১-০ গোলে হারিয়েছে উগান্ডাকে। ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।
এর আগে চারটি দল প্লে-অফে খেলা নিশ্চিত করে। তারা হলো, আলজেরিয়া, মিশর, আইভরি কোস্ট ও ঘানা।
রোববার শেষ দল হিসেবে প্লেঅফে যাওযার লড়াইয়ে নামবে ‘আই’ গ্রুপের ক্যামেরুন ও লিবিয়া।
তাদের পয়েন্ট যথাক্রমে ১০ ও ৯। লক্ষ্য অর্জনে ক্যামেরুনের চাই নুন্যতম এক পয়েন্ট। তবে লিবিয়াকে জিততেই হবে।
আফ্রিকা অঞ্চলে বাছাইপর্বের প্রথম থাপে ৪০ টি দল ১০ গ্রুপে বিভক্ত হয়ে খেলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।