কবিতা, কলাম, গল্প, ব্যক্তিগত কথামালা
প্রিয়জন
গত সপ্তাহে আমার ৭ম পুস্তক "কবিসঙ্গ অনুষঙ্গ" প্রকাশিত হয়েছে। এটি মূলত বিভিন্ন সময়ে কবি-শিল্পীদের সঙ্গ নিয়ে লেখা একটি পুস্তিকা, অবশ্যই সেটার একটা খণ্ডাংশ মাত্র। বিভিন্ন প্রসঙ্গে চলে এসেছেন কবি আসাদ চৌধুরী, কবি রফিক আজাদ, কবি নির্মলেন্দু গুণ, কবি মোহাম্মদ রফিক, কবি ফারুক মাহমুদ, কবি আবু হাসান শাহরিয়ার, কবি সাজ্জাদ শরিফ, কবি সুব্রত অগাস্টিন গোমেজ, কবি ব্রাত্য রাইসু, কবি কামরুজ্জামান কামু, কবি ফিরোজ এহতেশামসহ অনেকে। একটা বড় জায়গা জুড়ে আছেন সদ্যপ্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরী।
পুস্তিকাটির প্রকাশক সৈয়দ সাজ্জাদ আহমেদ, "যেহেতু বর্ষা", কনকর্ড রয়াল কোর্ট, ৩য় তলা এ-৬, বাড়ি নং ২৭৫/জি, সড়ক ২৭ (পুরাতন), ধানমণ্ডি, ঢাকা।
পুস্তিকাটি আজিজ সুপার মার্কেটের "সন্দেশ" এবং "বইপত্র"তেও পাওয়া যাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।