আমাদের কথা খুঁজে নিন

   

একটা সম্ভাবনার কথা বলছি।

প্রতিটি সর্যাস্তে বুক বাঁধি একটি অন্যদিনের সূর্যোদেয়র প্রত্যাশায়.......

এটা পক্ষ-বিপক্ষের ব্যাপার না। আমি সমস্ত ব্লগারদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আশা করি সুচিন্তিত মতামত/উত্তর পাব। আজ পত্রিকায় পড়লাম জামাত নেতা মতিউর রহমান নিজামী জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে। বিডি নিউজ-এ পড়লাম অনেক রাজনৈতিক নেতা এটাকে বিভিন্ন ভাবে মুল্যায়ন করেছেন।

মু. ই. সেলিম বলেছে, এই দিনটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। আরো অনেকে অনেক কথা বলেছেন। তবে আওয়ামিলীগের কেউ এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকলেন কেন আমার বুঝে আসছেনা। আওয়ামিলীগের কাউকে নাকি যোগাযোগ করেও এ ব্যাপারে মন্তব্য করার জন্য পাওয়া যায়নি। আসল কথা সেটা না।

যুদ্ধাপরাধের অভিযোগ কাধে নিয়ে জামাতের প্রথম সারির প্রায় সব নেতাই ঘুরে বেড়াচ্ছেন। এখন তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ্যাপরাধের অভিযোগে আদালতে মামলা করা হয় আর গ্যাটকো মামলায় যেভাবে জামিন পেলেন, সেভাবে যদি জামিন বা অব্যাহতি পেয়ে যান (আমি বলছি না যে অব্যাহতি পেয়েই যাবেন। আমার এই যদি-এর সম্ভাবনা ধরে নেই ৫%), তাহলে আপনাদের/ অভিযোগকারীদের বক্তব্য কি হবে? আমার জানতে খুব ইচ্ছে করে। তবে এই ৫% টা ৯৫% হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা ভয় ও যে আছে, সেটা অভিযোগকারীরা আমার চেয়েও ভাল যানেন। কারণ, বিগত দেড় বছরে জামাতের অনেক নেতার বিরুদ্ধে করা যুদ্ধাপরাধ বা স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা-লুন্ঠনের অভিযোগে দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.