ছোট্ট এক পাহাড়ী শহর --কোডাইকানাল ১ম পর্ব
বাস থেকে নামতেই হালকা টিপটিপ বৃষ্টি....পাশে যাত্রী ছাউনিতে একটু দাড়াতেই থেমে গেল......আসে পাশে তাকায়ে বুঝার চেষ্টা করলাম জায়গাটা কেমন.....
১ম কাজ হোটেল খুজে বের করা....তারপর হেবী একটা নাস্তা করা....বাস ষ্ট্যান্ড থেকে বের হতেই ছোটো ছোটো আকা বাকা রাস্তা....বেশ একটু থতোমতোই খেয়ে গেছি....হোটেল পাবো কোথায়....
কোনো হোটেলের ত নাম জানি না যে ট্যাক্সি কে বলবো নিয়া যাও.....যাই হোক একটু খানি নাকানি চুবানি খেয়ে এক পাবলিকের সাহায্য নিয়ে পেলাম এক হোটেল......
হোটেলে যাবার পথেই মজা ..... হটাৎ করে মনে হলো কুয়াশায় সারা পথ ঢেকে গেছে.....একটু পরেই বুঝলাম এটা কুয়াশা না মেঘ এসে হাত মিলায় গেল আমাদের সাথে.....সাথে চিন চিনা ঠান্ডা বাতাস....
ফ্রেশ মনে হোটেলে এসে রূমে যেয়েই আবার অবাক......আগে বুঝতে পারিনি যে হোটেলটা পাহাড়ের ঢালে....জানালা খুলেই দেখি সামনে পুরা ফাকা ..... দূরে পাহাড় আর মেঘের খেলা......জানালা খোলা পেয়েই মেঘ ঘরের ভিতরে ......এরকম অভিজ্ঙতা আগে কখনো ছিল না তাই শুধু অবাক হবার পালা......
রূমে ফ্রশ হয়ে আবার নীচে গেলাম ...... উদ্দেশ্য নাস্তা করে শহরটাকে হালকা করে ঘুরে দেখা.......অল্প চওড়া রাস্তার দুপাশে দোকান ঘর...একটু ফাকে পাহাড়ের ঢালে ঢালে বাসা.....ছবির চেয়েও সুন্দর শহর......
কোডাইকানালে বেশকিছু ভালো বোর্ডিং স্কুল আছে যে গুলিতে ৬০ভাগ পিচ্চি পাচ্চাই বিদেশী....এবং সব গুলিই মিশনারী স্কুল.....প্রচন্ড বড়বড় ক্যাম্পাস....
আরেকটি মজার জিনিস এখানকার স্টার লেক যা কোডাই লেক বলেই বেশী পরিচিত.....এই লেকে বোটিং না করলে আপসোস থেকে যাবে......
এখানকার হোমমেড চকলেট হচ্ছে আরেক অসাধারন জিনিস......অনেকটা দেখতে ক্যাডবেরীর মতোই কিন্তু ছোট ছোট টুকরা......অসাধারন স্বাদ......
পাইন ফরেস্টে যেয়ে একটা প্লাকার্ডের লেখা মাথায় ঢুকে গেছে সব সময়ের জন্য " From one tree you can make thousands of match sticks, but one match stick is enough to destroy thousands of trees"
কোডাইকানালের মতো জীবন্ত সবুজ আমি আর কোথাও দেখিনি এই পর্যন্ত....মেঘ গুলি যখন পাইন ফরেষ্ট ছুয়ে যায় মনে হয় অন্য কোনো জগতে চলে এসেছি........
আরেকটা জায়গা আছে যেটাকে স্থানীয়রা বলে সুইসাইড পয়েন্ট.....রাস্তা থেকে ঢাল বেয়ে একটু নেমে সামনে গেলে ছোট্ট একটা ভ্যালী....ভ্যালীর শেষ মাথাই হচ্ছে সুইসাইড পয়েন্ট.....ভ্যালীর শেষে আর কিছুই নাই ..... হটাৎ করে শেষ হয়ে যাওয়া ভ্যালী......ভ্যালীর শেষ মাথায় ছোট্ট একটা গাছ পাহাড়া দিচ্ছে......অনেক ভয়ে ভয়ে শেষ কর্নারে যেয়ে গাছ ধরে নীচের দিকে তাকাতেই ছ্যাত করে উঠলো বুকটা.....ভয়ংকর সুন্দর উপমাটা মনে হয় এসব কারনেই হয়েছে......নীচে শুধু দেখা যায় নীল সাদা কালচে মেঘের মিশ্রন.....আর কিছুই না.......কেউ লাফ দিলে নীচে পরবে না মেঘের মাঝেই হারায় যাবে.......
আছে সেখানে ছোট্ট একটা ঝরনা এবং সেটাকে ঘিরে একটা পার্ক.....
( কোডাইকানাল শহরটি প্রায় ৭২০০+ফিট উপরে....এটাকে বলে প্রিন্সেস অফ দ্যা হিলস্....)
যে ছবিগুলি দিলাম সব গুলিই গুগল থেকে ধার করা ছবি.....নিজের তোলা ছবিগুলি জীবনের অনেক কিছুর মতোই হারিয়ে গেছে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।