সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
বেশ কিছুদিন ধরে শ্বাশ্বতর জন্য ক্যাম্পেইন চলতেছে। বেশ ভালো অ্যামাউন্ট এর ডোনেশন যোগার করাও সম্ভব হইছে। প্রত্যুদার নিরলস চেষ্টা খুব করে চোখে পড়ছে এইটা করতে যেয়ে। মাঝে মাঝে বেশ কিছু কাদা ছোড়াছুড়ি চোখে পোড়লেও পাত্তা দেই নাই তেমন। নানান মানসিকতার লোক থাকলে এইরকম এক্টূ আক্টু হতেই পারে।
তাও তো আমরা আমরাই। এইসব নিয়ে বেশি মাথা ঘামাই নাই আর। কিন্তু কালকে থেকে দেখতেছি পুরোদমে কাদা ছিটানো শুরু! আগে থেকেই দেখতেছিলাম প্রত্যুদা চলে যাবেন যাবেন করতেছেন এইসব দেখে। আর আজকে দেখলাম ওনাকে ব্যান করে দেয়া হইছে। কি আশ্চর্য! মানুষের জন্য এতো খেটে এই তার প্রতিদান, কালকে থেকেই তারে গালি দেয়া হইতেছে।
আর আজকে অফিসিয়ালি লাথি দেয়া হইলো।
ধন্ন হে নারী ঘেরা ব্লগার! যুগ যুগ জিও আর লিস্টি বানাও, আর পদ্য লিখো নারীদের কাছে!
আর প্রত্যুদা দেখা হবে কোথাও না কোথাও। ভালো থাকুন আপনি।
[উনি আর এখন ব্যান নাই (ভুল বুঝাবুঝি ছিল ব্যাপারটা), তবে চলে গেছেন ব্লগ ছেড়ে, ধিক কাল্লু আর তার সাঙ্গপাঙ্গ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।