আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তিগত বিষয় এবং পরিবার,সমাজ,রাস্ট্র।

Woods are lovely dark and deep And I have a promise to keep

অনেকের মুখেইএকটি কথা উচ্চারিত হতে দেখা যায়। এবং কথাটি তারা বেশ জোরের সাথে বলে থাকেন,এটি হলো "ব্যক্তিগত ব্যাপার" বা "ব্যক্তিগত বিষয়"। কোন ব্যক্তির প্রেম পরিণয় যৌনতা বিকৃতি সবকিছুকেই এরা ব্যক্তিগত বিষয় বলে মনে করেন। এ সকল বিষয়ে কোন আলোচনা বা সমালোচনাকে তারা অনধিকার চর্চা হিসাবেধরে নেন। এ বিষয়ে আমার কেন, কারুরই কোন আপত্তি থাকার কথা নয়।

কিন্তু সমস্যা বাধে অন্য জায়গায়। ঠিক কোন জায়গায় একটি বিষয় মানুষের ব্যক্তিগত ব্যাপার হয়েও সেটি পরিবার সমাজ এমনকি রাস্টের ব্যাপারের সাথে সম্পৃক্ত সে সম্পর্কে পরিস্কার ধারনাথাকা দরকার। যেমন ধরা যাক একটি পরিবারে স্বামী গৃহীনি আর ২টি সন্তান রয়েছে। হঠ্যাৎ একদিন স্বামীটি বিয়ে করল অন্যএ। শুরু হলো পূর্ববতী বউ আর সন্তানদের প্রতি অবহেলার পালা।

এর প্রভাবে সন্তানদের লেখাপড়া নস্ট হলো। তারা যুক্ত হলো সমাজ বিরোধী কার্যকলাপে। তা হলে কি হলো ঐ ব্যক্তির বিয়ের বিষয়টি প্রভাব ফেলল প্রথমে তার পরিবারে তার পর সমাজে । আবার অপর দিকে বিভিন্ন পর্যায়ের সিলিব্রেটিরা ব্যক্তিগত আলয় ছাড়িয়ে হয়ে উঠেন সমাজের কোন কোন ক্ষেেএ রাস্টীয় সম্পদ। তখন তাদের ব্যক্তিগত ব্যাপার বলে কিছুই থাকেনা।

কারন তাদের দিকে সবাই তাকিয়ে থাকে তাদেরকে সবাই অনুসরন করে। বিশেষত তরুন সমাজ। সিলিব্রেটিদের এমন কিছু করা উচিত নয় যার ফলে বাজে কোন দৃস্টান্ত স্হাপন হয়,আর তা অনুসরন করতে গিয়ে বিপথগামী হতে পারে তরুন সমাজ। এখানে ব্যক্তিগত ব্যাপার বলে তাদের বাজে কাজ গুলোকে এড়িয়ে যাওয়ার কোন মানে নেই। এবার আসা যাক রাস্ট পরিচালকদের কথায়।

অনুন্নত বিশ্বে রাজনীতির সাথে সম্পৃক্তদের ব্যক্তিগত জীবন সাধারন মানুষের কাছে অস্পট থেকে যায় সব সময়। কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকান সেখানে রাস্ট পরিচালনাকারীদের ব্যক্তিগত বিষয়গুলি সাধারন মানুষের কাছে পুরোপুরিই স্পস্ট। অনুন্নত দেশে রাস্ট পরিচালকদের এ সকল বিষয়ে কারও কিছু বলার অধিকার না থাকলেও,খোদ আমেরিকার মত দেশে তৎকালীন প্রেসিডেন্ট বিল রাস্ট পরিচালকদের ক্লিনটনকে কি রকম সংকটে পড়তে হয়েছে মনিকার সাথে যৌন সর্ম্পকে জড়িয়ে পড়ায়। আমেরিকানরা এটিকে ক্লিনটনের ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যায়নি। আসলে যারা সমাজে রাস্টে প্রভাব বিস্তার করে আছেন তাদের প্রেম বিবাহ প্রভূতি আর ব্যক্তিগত পর্যায়ে থাকেনা।

কারন সাধারন মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। আমরা ব্যক্তিগত বিষয় বা ব্যক্তি স্বাধীনতার নামে এমন কিছুকে উৎসাহিত করতে পারিনা যার কু প্রভাব পড়তে পারে পরিবার সমাজ বা রাস্টে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।