I realized it doesn't really matter whether I exist or not.
আজ দুপুরের দিকে মিরপুরস্থ শাহ আলী শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় অবস্থিত দেওয়াজ জুয়েলার্স ২ এর শোরুমে ক্রেতা সেজে প্রায় ৩ কোটি টাকার নগদ ও স্বর্ণ ডাকাতি করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। আজ বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দল সাধারণ ক্রেতা সেজে ভিতরে প্রবেশ করে আগ্নেয়াস্ত্রের মুখে সমস্ত নগদ অর্থ ও প্রচুর স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে র্যাব-৪ পৌঁছে।
দেওয়াজ জুয়েলার্স ২- এর শোরুমটি শাহ আলী শপিং কমপ্লেক্সের সামনের দিকে রাস্তার দিকে মুখ করে অবস্থিত।
এর চতুর্পাশে কাঁচের দরজা। রাস্তা থেকেই দেওয়াজ জুয়েলার্সের ভিতরের দিকে দেখা যায়। এছাড়াও সিঁড়ির দিকে হওয়ায় মার্কেটের একটি খোলামেলা এলাকায়ই শোরুমটি অবস্থিত। এমন খোলামেলা পরিবেশে দিনে-দুপুরে এতবড় ডাকাতির ঘটনাটা ঘটে যাওয়াটা নিঃসন্দেহে পূর্ব-পরিকল্পিত এবং আশেপাশের মানুষও এতে জড়িত বলে ধারণা করছে সাধারণ জনগণ।
বিকেল চারটার দিকে আমি যখন ঘটনাস্থলে পৌঁছেছি তখন সবেমাত্র র্যাবের একটি টীম ঘটনাস্থলে এসেছে এবং ঘটনার বৃত্তান্ত দেওয়াজ জুয়েলার্সের কর্মচারীদের কাছ থেকে শুনছে।
এরপর ঘন্টাখানেকের মধ্যেই শত শত র্যাব পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। এই মুহুর্তে শাহ আলী শপিং কমপ্লেক্স মার্কেটসহ আশেপাশের মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, ক্যাপিটাল টাওয়ার ইত্যাদি সব মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের কয়েকশ' সদস্য। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
উপস্থিত জনগণের অভিমত, পাশেই মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের কর্ণারে একটি এবং ক্যাপিটাল টাওয়ারের কর্ণারে আরো একটি মোট দু'টি স্থায়ী পুলিশ বক্সে চব্বিশ ঘন্টা পুলিশ সদস্য উপস্থিত থাকা সত্ত্বেও এতবড় ডাকাতি করে ডাকাত দলের সব ক'জন সদস্য নির্বিঘ্নে পালিয়ে গেল, এটা দুঃখজনক ও সন্দেহজনকও বটে।
এই রিপোর্ট প্রকাশে ত্রিশ মিনিট আগে আশেপাশের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীদের ধারণামতে, ডাকাতদল নগদ অর্থসহ মোট প্রায় তিন কোটি টাকার অলংকার ডাকাতি করে নিয়ে গেছে। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে তা এখনও ধারণা করা যাচ্ছে না। এ ঘটনায় মিরপুর থানায় কোন মামলা হয়েছে বলে জানা যায়নি (রিপোর্ট লেখার সময় পর্যন্ত)।
মো. আমিনুল ইসলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।