রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই
লালপুর উপজেলাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবারিয়ায় বাগু দেওয়ান (রহঃ) মাজার সংলগ্ন স্থানে আনুমানিক ৪০০ বছর পূর্বে নির্মিত এই মসজিদের দৈর্ঘ্য ৩৬ ফুট এবং প্রস্থ ২২ ফুট।
মসজিদের ছাদের মাঝখানে ৩টি বড় এবং ছাদের চারকোনায় ছোট গমবুজ রয়েছে। বড় গমবুজের মধ্যে মাঝেরটি গোলাকার এবং দুই পাশের দুইটির বাইরের অংশ আয়তাকার।
ছোট ৪টি গমবুজে সাপের ফনা এবং ফুলের কারুকার্য রয়েছে।
মসজিদের পূর্বের দেয়ালের মাঝখানের উপরিভাগে ফারসীতে লিখা কষ্টি পাথরের একটি শিলালিপি রয়েছে, যদিও তার পাঠোদ্ধার সম্ভব নয়।
মসজিদের উপরিভাগে ছাদের কাছাকাছি সাপের ফনা এবং ফুলের কারুকার্য রয়েছে। এর সম্মূখভাগ সাধারণ ভবনের মত। তবে চার কোনা চারটি মোটা ছয়কোণ বিশিষ্ট খুটি আকৃতির।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।