মরণ আমার ভালো লাগে
আরিফ দেওয়ান হলেন ঢাকার কেরানীগঞ্জের 'দেওয়ান পরিবার' থেকে উঠে আসা ৪র্থ প্রজন্মের লোকসঙ্গীত শিল্পী। তাঁর প্রপিতামহ, আলেফচান দেওয়ান, বাউলগুরু লালন ফকিরের সমসাময়িক সাধক ছিলেন এবং লালন ফকিরের সাথে তিনি সঙ্গত করেছিলেন। কথিত আছে, আলেফচান দেওয়ানের ৩টি লোকগীতি, লালন ফকিরের গান হিসাবে প্রচলিত রয়েছে। সেই গানগুলোকে চিহ্নিত করা না গেলেও, এই উদাহরন থেকে আলেফচান দেওয়ানের ভাব ও উৎকর্ষ সম্বন্ধে, তথা 'দেওয়ান পরিবার' এর লোকসঙ্গীতের ঐতিহ্য সম্পর্কে আমরা পরিষ্কার ধারনা পেতে পারি। আলেফচান দেওয়ানের সন্তান ও আরিফ দেওয়ানের পিতামহ মালেক দেওয়ান ছিলেন আরেক বিখ্যাত মরমী সাধক।
আরিফ দেওয়ান, ইতোমধ্যে ২০ টিরও বেশী সিডি / ক্যাসেট বের করেছেন, পাশাপাশি তিনি একজন সঙ্গীত পরিচালক হিসাবেও কাজ করে থাকেন। আরেক কিংবদন্তীর লোকসঙ্গীত সাধক, মাতাল রাজ্জাক দেওয়ানের উপরে Janet Best নির্মিত ডকুমেন্টারি ফিল্ম The Dust of His Feet এ আরিফ দেওয়ান অংশগ্রহন করেছেন।
আমার প্রিয় ও সহ-ব্লগার 'বংশী নদীর পাড়ে' ভাই, বাউল সাধক মালেক দেওয়ানকে নিয়ে সম্প্রতি একটি মুল্যবান পোস্ট দিয়েছেন এখানে । মালেক দেওয়ানের পৌত্রকে নিয়ে দেওয়া এই পোস্টটি 'বংশী নদীর পাড়ে' ভাইকে ডেডিকেট করছি।
আরিফ দেওয়ান - পল্লীগীতি - আমি পথেরই বাউল
০১।
ও মাঝিরে ঘাটে ভিড়াও
০২। উড়ে গেলে প্রান পাখি
০৩। আমি পথেরই বাউল
০৪। আন্ধারে আসিবেরে বন্ধু
০৫। আর জ্বালা দিস না
০৬।
পাগল করিয়াছে রে বন্ধু
০৭। ও সাথি ভালবাসা
০৮। আমি কতো যে ভালোবাসি
০৯। দুঃখের সারি গাইয়া
১০। কানেতে শুনিলাম বাঁশি
কোয়ালিটি - ১৬৫ কেবিপিএস ভিবিআর এমপি৩
ফাইল সাইজ - ৬৭ মেগাবাইটস
ডাউনলোড - আরিফ দেওয়ান - আমি পথেরই বাউল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।