আমাদের কথা খুঁজে নিন

   

একটা প্রবন্ধ

কৃএিমতা নয়,আমার আমিকে খুঁজতে চাই.....। অতঃপর মজার বিষয় এই যে,,,কঠিন পাথরের বুক চিরেই ঝর্ণা নামে আর নরম কাদাতে দেখা যায় চোরাবালি....... বিঞ্জান আমারে মাথামুন্ডু যাই শিখাক না কেন প্রকৃতি আমারে দেখাইছে কারন ছাড়াও কর্ম হয় । অকারনে বুঝেই হোক আর না বুঝেই হোক আমরা যাই করিনা কেন সকলি কর্ম আর ইহার তাত্ত্বিক কোন কারন থাকার তেমন কোন কারন নাই ।প্রকৃতি আমাদের ইহাও শিখাইছে যে যাহারা কর্মণ্য তাহারা করে আর অকর্মণ্যরা তা নিয়ে মুড়ি ভাজে , তা দিয়ে মলা বানায় , আর সেই মলা বেঁচে খায় ।তাই প্রকৃতির তত্ত্বমতে এই দাঁড়ালো যে অকর্মণ্যরাও এক প্রকার কর্মণ্য ।কর্ম করতে সর্বদাই বল প্রয়োগের বা সরনের প্রয়োজন নাই ।কর্ম নিজের কর্ম নিজেই করতে পারে । (কি নিয়া লিখতে গেছিলাম ভুলে গেছি,,মাথায় সব প্যাঁচ খায়া গেছে! লেখাটা পড়তে যায়া আমার মত দশা হইলে মাফ করতে ডরাইয়েন না)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.