আমাদের কথা খুঁজে নিন

   

ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সচল মস্তিষ্ক

বাংলা ভাষােক ভালবািস বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতিশক্তি, সৃষ্টিশীলতাসহ নতুন করে কোনো কাজে দক্ষতা অর্জনের ক্ষমতা কমতে থাকে। কিন্তু হাসিখুশি জীবন আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বয়স বৃদ্ধিজনিত এ ধারাকে প্রতিরোধ করতে পারে। সম্প্রতি এক গবেষণা শেষে এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা ৬৩ থেকে ৮৫ বছর বয়সী ৪৬ জনকে দুটি দলে ভাগ করে গবেষণা চালান। আমন্ত্রিত ২৩ জনকে বিভিন্ন উপহার দিয়ে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করা হয়।

বাকি ২৩ জনকে কোনো উপহার দেওয়া হয়নি। পরে তাঁদের সবাইকে কম্পিউটারে গেমস খেলতে দেওয়া হয়। এতে দেখা যায়, যাঁদের উপহার দেওয়া হয়েছে, তাঁরা অন্যদের তুলনায় বেশি দক্ষতার সঙ্গে কাজ শেষ করেছেন। এলোমেলো করে সাজানো সংখ্যা ও বর্ণমালাগুলোও (যেমন_ঞ৯অ৩) তাঁরা বেশি মনে রাখতে পেরেছেন। গবেষক এলেন পিটারস বলেন, 'আমাদের গবেষণায় গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হলো, বয়স্ক ব্যক্তিদের মানসিক অবস্থার উন্নয়ন তাঁদের নতুন কোনো কাজ করা বা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উন্নয়ন ঘটাতে পারে।

' সূত্র : টাইমস অব ইন্ডিয়া। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।