তিনি বলেছেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে শিগগিরই দেশে ফিরতে চান বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান।
তারেকের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে হরতালের মধ্যে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসা শামসুজ্জামান।
তারেকের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। এর মধ্যে মুদ্রা পাচারের একটি মামলায় তাকে ইন্টারপোলের মাধ্যমে ফেরাতে গত রোববার আদালতের পরোয়ানা জারি হয়েছে।
গত সপ্তাহে লন্ডনে একটি সভায় তারেকের বক্তব্য নিয়ে মন্ত্রী ও সরকারি দলের নেতাদের সমালোচনার পর ওই পরোয়ানা জারি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বিএনপির অভিযোগ।
শামসুজ্জামান বলেন, “তারেক রহমান বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। তার নিজের সিদ্ধান্ত দ্রুত দেশে ফিরে আসার। চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। ”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “তাকে দেশে ফিরে আসার মতো পরিবেশ দিতে হবে। যেদিন তিনি ঢাকার বিমান বন্দরের নামবেন, সেদিন সরকার বুঝতে পারবে কত জনপ্রিয় তারেক রহমান।
”
খালেদা জিয়ার ছেলে তারেক জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হন। জামিনে মুক্তি নিয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরে তিনি লন্ডন যান। স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই রয়েছেন তিনি।
গত সপ্তাহে একটি বিএনপির একটি সভায় যোগ দিয়ে প্রবাস জীবনে প্রথম প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে আসেন তারেক, অনুপস্থিতিতেই যিনি দলের কাউন্সিলে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।