যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লক্ষ। এই সংখ্যাটা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের মতো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পত্রিকায় প্রকাশিত হয়েছে। এনসাইক্লোপিডিয়াতেও এই সংখ্যাটি স্বীকৃত। এই সংখ্যা নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই। বিশেষ করে বাংলাদেশের কোন নাগরিকের এই নিয়ে বিতর্ক তৈরী করার চেষ্টা করা সরাসরি দেশদ্রোহীতার শামিল।
তারপরও মাঝে মধ্যে পরাজিত শক্তি (রাজাকার/জামাত) এই নিয়ে বিতর্ক তৈরী করে - মনে করে যে সংখ্যা কমানোর মাধ্যমে তাদের অপকর্মের বোঝা কিছুটা লাঘব হবে। এই প্রচেষ্টা ঘৃন্য ও শহীদদের প্রতি অপমান।
এই আসা যাক বৃটিশ জার্নালে প্রকাশিত রিপোর্টটি নিয়ে কিছু বিশ্লেষনে। জার্নালে প্রকাশিত Fifty years of violent war deaths from Vietnam to Bosnia: analysis of data from the world health survey programme শীর্ষক রিপোর্ট আসলে কি বলা হয়েছে?
উল্লেখ্য এই বৃটিশ জার্নাল তিন বছর আগে ইরাক যুদ্ধে নিহত ইরাকীদের সংখ্যা প্রকাশ করেছে ১ মিলিয়ন। বুশ আর ব্লেয়ার সংগে সংগে এই সংখ্যা নামিয়ে এনেছে ৩০ হাজারে।
সংখ্যা নিয়ে এই নোংরামী ওদের নতুন না।
সেখানে বিগত ৫০ বছরে সংগঠিত বিভিন্ন যুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে একটি স্টাডি করা হয়েছে। কি ভিত্তিতে - কোন পদ্ধতিতে তা করা হয়েছে তা অবশ্যই প্রশ্নযোগ্য। বাংলাদেশের বিষয়ে কোথায়, কখন, কিভাবে এরা তথ্য সংগ্রহ করেছে তা রিপোর্ট বিস্তারিত জানা যায়নি। http://www.bmj.com/cgi/content/full/bmj.a137
রিপোর্টের বিরনীতে বলা হয়েছে - তারা আগেরবার যখন বাংলাদেশের উপর স্টাডি করে তখন মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা প্রাক্কলন করেছিলো - ৫৮,০০০ মাত্র।
এবার তারা পেয়েছে ২,৬৯,০০০ হাজার। আগের বারের চেয়ে ৫ গুন বেশী। সুতরাং আগের বারেরটা ছিলো ভুল। এই রিপোর্ট শুধু মাত্র আগের বারের ভুল শুদ্ধ করেছে বলে দাবী করেছে। এবারের টাও যে ভুল - তা হয়তো আরো বিশ বছর পর বলা হবে।
সেই খবর বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকায় ছাপা হয়েছে। মালয়েশিয়ার একটা পত্রিকা বলছে (শিরোনামটা লক্ষ্যনীয়) - Bangladesh war killed four times more than thought earlier: report Click This Link
ভারতের পত্রিকা বলছে - 269,000 people died in Bangladesh war, says new study
Click This Link
আর বাংলাদেশী জামাত/বিএনপি জোটের পত্রিকা বলছে -
বাংলাদেশে মুক্তিযুদ্ধে ২ লাখ ৬৯ হাজার লোক নিহত: নয়া সমীক্ষা ( লক্ষ্যনীয় সমীক্ষার বিষয়টা শিরোনামে নেই - এমনকি এইটা যে আগের সমীক্ষার ভুল সংশোধন তাও নেই) Click This Link
তারপর জামাতি ব্লগার ব্লগে বললো - বাংলাদেশের মুক্তিযুদ্ধে ২ লক্ষ ৬৯ হাজার মানুষ মারা যায় Click This Link
জামাতি ব্লগার সব বাদদিয়ে সংখ্যাটার উপর জোর দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই ব্লগারের উদ্দেশ্য পরিষ্কার - সে ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করেছে।
(২)
ছোটকালে যে বাসায় থাকতাম তার পরশে ছিলো মুচি পাড়া। সেই পাড়ায় একদল শুকর থাকতো।
তাদের সবসময় দেখতাম ময়লা নোংরা কাঁদা তৈরী করে তার মধ্যে থাকতো। ওদের যতই গোসল দেওয়া হোক না কেন - এরা কিছুক্ষনের মধ্যে ময়লায় গিয়ে শুয়ে ষাকতো। রাজাকারদের মধ্যে এই প্রবনতা লক্ষ্য করা যায়। এরা মুক্তযুদ্ধ নিয়ে যতভাবে সম্ভব বিতর্ক তৈরী করবে। এইটাই স্বাভাবিক।
শহীদদের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে কি আর রাজাকারদের কুকর্মকে আড়াল করা সম্ভব। যদি ৩০ লক্ষ শহীদের থেকে কয়েক হাজার কমে তাহলে কি রাজাকারদের প্রতি মানুষের ঘুনার হেরফের হবে? মোটেই না। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্ভব রাজাকাররা যে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে - তা থেকে কোন উপায়েই তাদের বেড়িয়ে আসার সুযোগ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।