আমাদের কথা খুঁজে নিন

   

মেজাজ যা খারাপ হয়না

সাব্বির ভাইয়ের জন্য আরো দশ লাখ টাকা দরকার। মানবতার দিকে তাকিয়ে আছি।

বিদেশে বইসা উপায় তো ঐ একটাই। রাতে বাসায় গিয়া গুটুর গুটুর করে বাংলা সব চ্যানেলের প্রোগ্রাম দেখা। ক্লোজ আপ আর চ্যানেল আইয়ের সংগীত প্রতিভা অন্বেষণ দেখে বিনোদিত হওয়ার চেষ্টা চালাই প্রায় পরতেক দিনই।

মাথামুথা গরম হইয়া যায় একটা ব্যাপার দেখলে। দুনিয়ার সব পোলাপান রে ঘিলুগলা রইদের মইদ্দে লাইন ধরাইয়া রাখছে। সকাল নয়টায় আসছে, কখন অডিশন দিয়া বাড়িত যাইতে পারব কুনু ঠিক নাই। আমি তো পোলাপানের ধৈর্য দেইখা অবাক হইয়া যাই। এত্ত সময় কষ্ট করে অপেক্ষা করে সুর লাগাইয়া, উচ্চারণ ঠিক রাইখা, তালে থাইকা যেমনে গান করে, বাঘের বাচ্চা।

বাংগালীর জীবনেরই দাম নাই, তায় আবার সময়। কিন্তু লংগরখানার মত সারাদিন পোলাপাইনরে দাঁড়া করায়া না রাইখা কি একটা সম্ভাব্য টাইম স্প্যান দিয়ে দেয়া যায়না অডিশনের? এইটা তো এমন অসম্ভব কিছুনা। রেজিস্ট্রেশনের সিরিয়াল হিসাব কইরা একটা টাইমে আসতে বইলা দিলেই পারে। শুধু এইসব গানের অডিশন কেন, চাকরির ইন্টারভিউয়েও একিভাবে সাক্ষাৎপ্রার্থীদের ন্যূনতম শ্রদ্ধা দেখাইতে কর্তৃপক্ষের কি খুব খাটনি হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।