আমি জানি
কিভাবে চুপিচুপি কাঁদতে হয়
হৃদয়ের প্রশ্নগুলো কেন অজানা রয়!
কখন ব্যথায় বুক ভেঙ্গে যায়!
আমি জানি
কখন প্রতিশোধ নিতে হয় প্রতারনার বদলে
মুখোমুখি হতে হয় সত্যের, স্বপ্ন দেখতে
স্পর্শ করতে, যেভাবে ভালোবাসা প্রমানিত হয়;
আমি জানি
কাছে টানতে, দূরে ঠেলে দিতে
রাত ভোর হয়ে যায় সময়ের ধীর পদক্ষেপে
আমি বলতে পারছিনা যা বলতে চাই
বৃথা শুধু সব চেষ্টাই;
আমি জানি
এ পথের শেষ সীমানা
চিরাচরিত সব প্রথা
ভাঙ্গতে অযথা
ভালোবাসার ছদ্মবেশে এ খেলা।
আমি জানিনা
সব ছেড়ে চলে যেতে
দূরে ঠেলে দিতে
ভালোবাসা আস্বীকার করে।
যখন দেখি অনন্ত সূর্যরশ্মি
খেলা করে তোমার রেশমী চুলের মাঝে,
আকাশের প্রতিটি তারা দেখি
তোমার চোখের তারাতে
হৃদয়ের স্পন্দনগুলো তারস্বরে চিতকার করতে থাকে
আমি হারিয়ে যাই অসীম আলোকবর্ষ দূরে কোথাও
যেখানে খুজে পাই ছন্দময় স্পর্শ তোমার
তুমি পারো আমার জন্য
রাত্রির গভীর অন্ধকার সরিয়ে
জ্বালিয়ে দিতে আলোকস্তম্ভ
হৃদয়ের মন্দিরে।
আর আমি পারি তোমার জন্য
অশেষ এই রাতকে
কুয়াশায় ঢেকে দিতে
ভয়গুলো সব দূরে ঠেলে
সকল প্রতিশ্রুতি রাখতে।
কিন্তূ আমি পারিনা
শুধু তোমার মত করে
ভালোবাসা ফিরিয়ে দিতে.........
নভেম্বর ১৮, ১৯৯৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।