আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে AWN বিষয়ক সমস্যার সমাধান (Attn: বহুরুপী মহাজন/নেমেসিস)

নিজেই তাজ্জব তুমি - একদিকে যাইবার চাও, অথচ আরেক দিকে খুব জোরে দেয় কেউ টান৷
দুঃখিত বহুরুপী মহাজন দা। দেরী করে ফেললাম বোধহয়। একটা বড় এক্সকিউজ আছে যদিও। আজকে আমার জন্মদিন ছিলো। কাজ থেকে এসে বউকে নিয়ে সোজা ডিনারে চলে গিয়েছিলাম।

যেহেতু আপনাকে কথা দিয়েছি বাসায় গিয়ে আপনার সমস্যার সমাধান করে দেবো, তাই এখন রাত একটায় লিখতে বসেছি। এবার আপনার (এবং সাথে আরো অনেকের) সমস্যার সমাধানে আসা যাক। উবুন্টুতে স্টার্টআপে প্রোগ্রাম যোগ করা একদম সোজা। system>preferences>sessions এ ক্লিক করুন। Add এ ক্লিক করুন।

এবার ছবির মতো করে কমান্ড এর ঘরে টাইপ করুন avant-window-navigator এবং সেই সাথে Name এবং Comment এর ঘরে ইচ্ছেমতো কিছু একটা টাইপ করুন। আগডুম-বাগডুম একটা কিছু হলেই হলো, কিন্তু কমান্ড লাইনটা একদম ছবির মতো হওয়া চাই। এবার যদি আপনি কম্পিউটার রিস্টার্ট করেন, তাহলে আপনার ডেস্কটপে নিচের ছবির মতোন একটা ছোট কালো ডক পাওয়ার কথা। তারও আগে আপনার নিচের প‌্যানেলটা মুছে ফেলা দরকার। প‌্যানেল মুছতে তার উপর রাইটক্লিক করে রিমুভ করে দিন।

এবার আপনার সদ্য পাওয়া ডক-এ রাইট ক্লিক করুন। প্রেফারেন্স এ যান। Applets ট্যাবে ক্লিক করুন। বাম দিকের কলাম থেকে Launcher/Task Manager এ সিলেক্ট করে মাঝখানের এ্যারোতে ক্লিক করুন। নিশ্চিত হোন ওটা ডান দিকেও দেখা যাচ্ছে।

এবার ক্লোজ করুন। আপনি মোটামুটি রেডি। এবার বাকি রইলো প্রোগ্রাম যোগ করা। তার জন্য উপরের প‌্যানেল থেকে এ্যাপ্লিকেশান্সএ ক্লিক করুন। যে প্রোগ্রাম রাখতে চান তার কানে ধরে ড্র্যাগ করে ডক-এ নিয়ে ছেড়ে দিন।

ব্যাস। আশা করছি এতে কাজ হবে। যদি না হয় বিস্তারিত জানান। সম্ভব হলে একটা স্ক্রিনশট দেবেন। আমি সাহায্য করার চেষ্টা করবো।

ধন্যবাদ এবং শুভ রাত্রি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.