আমাদের কথা খুঁজে নিন

   

তিনদিনের স্বেচ্ছা ব্লগ বিরতিঃ কর্তৃপক্ষের পক্ষপাতদুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

প্রথম পাতায় কোন সমস্যা নামে একটা বাটন আছে। বাটনটিতে ক্লিক করলে Complain about user কে অন রেখে সামহয়্যারের কোন ব্লগারের বিরুদ্ধে অভিযোগ করা যায়, তাই করেছিলাম। অভিযোগের বিষয়বস্তু আর কিছুই নয়, কোন এক ব্লগার অনর্থক কারণে আমাকে আক্রমণ করেছেন, আমাকে ড়াজাকার সম্মোধন করেছেন। ড়াজাকার মানে কি জানি না, ধরে নিচ্ছি তিনি ড়াজাকার বলতে রাজাকারই বুঝিয়েছেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ ছিল এটলিস্ট কমেন্টটি যেন মুছে দেয়া হয়। কর্তৃপক্ষ আমার অভিযোগকে আমলে আনেননি, এমনকি কোন জবাব দেয়ারও সৌজন্যতা দেখাননি। আমার মতামত, ইচ্ছা-অনিচ্ছার কি কোন মুল্য নেই....... একপক্ষ ক্রমাগত ব্যক্তি আক্রমন করে যাবে আর আমি কেন তা সহ্য করে যাব? পোস্টটিতে এমন কি লিখেছিলাম যার জন্য আমাকে ড়াজাকার বলা হবে? আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। ব্লগ কর্তৃপক্ষের কাছে সবিনয়ে জিজ্ঞাসা, আপনারা কি ব্লগের স্বত্ব কারো কাছে বিক্রি করে দিয়েছেন? আপনাদের কি এতটুকু উপলব্ধিও লোপ পেয়েছে যে আপনাদের আচরণ ন্যায়ের পক্ষে হচ্ছে না? যে পোস্টে আমাকে আক্রমণ করা হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।