দিন শেষে আমার একলা পাখি
বালা হয়, বাঙালির সব অনুভূতি ধরতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ধরতে পেরেছিলেন রসিকতাকেও। এই কথায় আপনি একমত হন, আর দুইমত হন সেটা নিয়ে রসিকতা করবো না। বাঙালিদের নিয়ে রবীন্দ্রনাথের একটা রসিকতা পড়ুন, পড়ে বলুন তো এই রসিকতার সঙ্গে আপনি একমত না দুইমত।
রসিকতা
ওরা আগে ভালোবাসে, পড়ে বিয়ে করে। তাই ওদের বর্ণমায়লা আগে `এল' (লাভ) পরে `এম' ম্যারেজ। আর আমরা আগে বিয়ে করি, পরে ভালবাসি। তাই আমাদের বর্ণমালায় আগে `ব' বিয়ে, পরে `ভ' ভালবাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।