বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
অনেকদিন ধরেই ভাবছি নতুন পোষ্ট দিব, কিন্তু মাথায় কোন লেখাই আসছেনা । মাঝে মাঝে ভাবি, কি হবে লেখালেখি করে, আমার মত নগন্য একজন ব্লগার(যদিও নিজেকে আমি ব্লগার হিসেব মনে করতে লজ্জা বোধ করি) লিখলেই বা কি, না লিখলেই বা কি? সামহোয়্যার এ অনেক প্রতিষ্ঠিত ব্লগার আছেন, তাঁদের লেখা যখন পড়ি, তখন নিজেকে খুব নগন্য মনে হয়। অনেকে অসাধারণ কিছু কবিতা লিখেন, ঐসব কবিতা যখন পড়ি, তখন মাথায় জ্যাম লেগে যায় , কবিতা আমি কোনদিনই লিখতে পারব না, ঘিলুতে এত মগজ নাই আমার
দেশকে নিয়ে মাঝে মাঝে ভাবি, তাই মাঝে মাঝে যেসব পোষ্ট দেই, সেগুলোর বেশীরভাগই দেশ নিয়ে ভাবনা। এলোমেলো কিছু ভাবনা মাথায় ঘুরপাক খায়, সেগুলোই মাঝে মাঝে পোষ্ট আকারে দেয়ার চেষ্টা করি।
মনটা আসলে ভাল নেই, তাই আজ লিখতে বসেছি। নিজেকে মাঝে মাঝে একা মনে হয়, আশেপাশের মানুষদের প্রতারণা দেখলে খুব কষ্ট হয়। কাছের মানুষদের কাছ থেকে যখন কোন আঘাত আসে, সেটা সহ্য করা আসলেই খুব কঠিন। মানুষ সবসময়ই চায় তার প্রিয় মানুষদের কাছ থেকে মানসিক সহানুভূতি,সহমর্মিতা। যখন কাছের মানুষরাই তাকে কষ্ট দেয়, সেটা খুবই অসহ্যকর একটা অনুভূতি।
আশেপাশের মানুষগুলো কেমন যেন ধীরে ধীরে যান্ত্রিক হয়ে যাচ্ছে, নিজেদের জীবন নিয়ে সবাই ব্যস্ত, কারো দিকে ফিরে তাকাবার সময় কারো নেই। মিথ্যা কথা বলা, প্রতারণা করা ---এই দুটি জিনিসকে খুবই ঘৃণা করি আমি। যখন কাউকে দেখি এসব করতে, খুব রাগ হয় মাঝে মাঝে। মানুষ কেন এমন হয়? কারো বিপদে সহানুভূতি নিয়ে তার পাশে দাঁড়ানোটা কি খুব কষ্টের কোন কাজ? তারপরও কেন মানুষ এত অসহযোগিতা দেখায়? আশেপাশের মানুষের এসব কর্মকান্ড দেখে আমি সত্যিই খুব হতাশ। দুঃসময়ে কাউকে যখন খুব পাশে পেতে ইচ্ছা করে, তখন যখন আশেপাশের মানুষের এমন বিরূপ আচরণ দেখি, অসহায় মনে হয় খুব নিজেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।