আমাদের কথা খুঁজে নিন

   

পরের সংবাদ লিখতে লিখতে আমি নিজেই সংবাদ হয়ে গেলাম

প্রতিনিয়ত কত দুর্ঘটনা ঘটছে এবং কত মানুষ আহত ও নিহত হচ্ছেন যা টিভিতে দেখে এবং বিভিন্ন সংবাদ পত্রে পড়ে মর্মাহত হয়ে থাকি । কেউ যদি ভয়াবহ কোনও দুর্ঘটনার শিকার হন তা দেখে বা শুনে কষ্ট লাগাটাই স্বাভাবিক, এই তো মানবতা । তবে সেই ভয়াবহ ঘটনা গুলি যদি মানুষের সৃষ্টি হয় তাহলে সেটাকে কি বলবো ? যেখানে মানবতা অবশিষ্ট থাকে না সেখানেই মানুষ মানুষের জন্য যম হয়ে দাঁড়ায় । পাকিস্তানে অনেক দিন ধরে তাই হচ্ছে । পশুর মতো মানুষ মানুষকে হত্যা করছে ।

বেশির ভাগ হত্যা কাণ্ড হচ্ছে ধর্মীয় বিদ্বেষের কারণে । আর ধর্মীয় বিদ্বেষের উৎস হলো পাকিস্তানের মৌলবাদী সমাজ । যেই মৌলবাদের প্রভাব জামাতীদের মাধ্যমে ধর্মনিরপেক্ষ বাংলাদেশেও পড়ছে । শুধু পাকিস্তানের করাচি শহরেই গুলি বিদ্ধ হয়ে গড়ে প্রতিদিন প্রায় ১৩/১৪ জনের মৃত্যু হচ্ছে । গুলি বর্ষণের প্রধান কারণ হলো- ধর্মীয়, জাতিগত ও দলীয় কন্দল ।

বিভিন্ন জায়গায় গুলি বর্ষণ করে করাচি শহরকে অচল করে দেওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটছে । আজকেও ৬/৩/১৩ বিভিন্ন অঞ্চলে গোলাগুলি করে দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করিয়ে দিয়েছে । আজ থেকে ৪ দিন পূর্বে করাচির আব্বাস টাউন নামক স্থানের এক ফ্ল্যাটে দুষ্কৃতিকারীরা বোমা বিস্ফোরন করে অর্ধ শতাদিকেরও বেশি নারী, পুরষ ও শিশুকে হত্যা করেছিল যার প্রতিবাদে পরশু দিন ৪/৩/১৩ পুরো শহরে হরতাল পালিত হয় । ঐ হরতালের দিন আমি কর্মস্থলে গিয়েছিলাম । কর্মস্থল থেকে ফেরার পথে একটি বিকল্প গাড়ীতে আসছিলাম ।

ওই গাড়ীর নতুন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ীটিকে চড়িয়ে দেয় যার ফলে গাড়ীটি কাত হয়ে পড়ে । আমার হাটু এবং পায়ের পাতার উপরের ভাগ ক্ষত হয়ে যায় । তবে ঐ গাড়ীর কন্ডাক্টার মারাত্বক ভাবে আহত হয়েছে । তার পায়ের বুড়ো আঙুলসহ দূটি আঙুল একেবারে ভেঙে পড়ে গেছে । আহত হওয়ার পর ঐ গাড়ীতে করে করাচির আব্বাসি হাসপাতালে যাই ।

হাসপাতালের জরুরি বিভাগ ট্রমা সেন্টারে শুধু ব্যান্ডেজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে । ঐ জরুরি বিভাগে যা দেখলাম তা আমি আগে কখনও দেখিনি । অবিরাম আহতদেরকে নিয়ে আসা হচ্ছে । সাংঘাতিক রকমের আহত রোগী আসছিল যা দেখে খুব খারাপ লাগছিল । আমার যাওয়ার আগে ওখানে এক বয়স্ক সিখের চিকিৎসা চলছিল যার লিঙ্গ কয়েকজন কট্টর মুসলিম পাঠান জোর করে কাটার চেষ্টা করছিল ।

রোগীর সঙ্গে আসা এক ব্যাক্তি এই ঘটনা আমাকে বললো । ঘটনাটি শুনে আমি বিস্মিত হলাম । কিরকম অসভ্য মানুষ এই দেশটিতে আছে ! মৌলবাদীরা দেশটিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে ফলে মানুষ সব সময় ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে । যাই হোক, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আমি বাসায় ফিরে আসি । বর্তমানে আমি বিছানায় পড়ে আছি ।

ঠিক মতো হাটতে পারছি না । চিকিৎসা চলছে । দোয়া করবেন যাতে ভালোয় ভালোয় পা'টা ঠিক হয়ে যায় । পৃথিবীর সকল মানুষের ওপর শান্তি বর্ষিত হোক । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।