হযবরল
আমি লাইফে আমার কোন কাজই কনটিনিউ করতে পারিনা
আমার ছোট বেলা থেকেই পৃথিবীর সব কিছুর ব্যাপারে ইন্টারেস্ট ছিল খুব বেশি । তাই নিজেকে অল রাউনডার বানতে চাইছিলাম। যার জন্য ছবি আঁকা শিখেছি, গান শিখেছি, নাচ শিখেছি,অভিনয় শিখেছি,ক্যারাটি শিখেছি , সাতাঁর শিখেছি ,ড্রাইভিং শিখেছি, আরো অনেক কিছু শিখেছি এখন মনপরছেনা।কিন্তু কিছুই ঠিক ভাবে করিনাই। কথায় বলেনা,"কাক যখন ময়ূরের নাচ নাচতে যায় তখন সে নিজের নাচ ও ভুলে যায় "আমার অবস্হা ও হইছে ঐটা।আমার এক জিনিস বেশিদিন ভাল লাগেনা। দূয়া করেন যাতে চাকরিটা বেশিদিন ভাল লাগে । টা না হইলে আমারে না খাইয়া মরতে হইব ।আমার এই প্রবলেম এর সলিয়সন কি ? সারা জীবনে ও যেটা করতে পারিনাই সেটা করার চেষ্টা করতেছি কিন্তু পারছিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।