সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । আজকে আপনাদের এমন কিছু ব্লগারের সাথে পরিচয় করিয়ে দিবো যারা সামহোয়্যারইনএ বহু বছর ধরে রয়েছেন । কেউ ব্লগের সৃষ্টিলগ্ন থেকে , কেউ ৪ বছর, কেউ ৩ বছর বা কেউ ২ বছর ধরে ব্লগে রয়েছেন । আমার সামু লাইফে দেখা দেখা এরাই সবচেয়ে কম পোষ্টকারী ব্লগার ।
এদের কেউ কেউ একটা পোষ্টও দেননি ! এদের ব্লগে যখন আমি গিয়েছি তখন অবাক হয়েছি । কেন তারা পোষ্ট দেননি ? আমি এর কিছু কারন খুজে বের করেছি । সেগুলো পরে আলোচনা করব । আসুন আগে সেই ব্লগারদের সাথে পরিচিত হই ।
ব্লগার- আলাউদ্দিন আহমেদ
ব্লগার পরিসংখ্যানঃ-পোস্ট করেছেন: ০টি ।
মন্তব্য করেছেন: ০টি । মন্তব্য পেয়েছেন: ০টি । ব্লগ লিখেছেন: ৬ বছর ৬ মাস । ব্লগটি মোট ০ বার দেখা হয়েছে
ব্লগার- তমিজ উদ্দিন
ব্লগার পরিসংখ্যানঃ- পোস্ট করেছেন: ০টি । মন্তব্য করেছেন: ০টি ।
মন্তব্য পেয়েছেন: ০টি । ব্লগ লিখেছেন: ৬ বছর ১১ মাস । ব্লগটি মোট ১২ বার দেখা হয়েছে ।
ব্লগার- দিনের আলো
ব্লগার পরিসংখ্যানঃ- পোস্ট করেছেন: ০টি। মন্তব্য করেছেন: ০টি ।
মন্তব্য পেয়েছেন: ০টি । ব্লগ লিখেছেন: ৬ বছর ১ মাস । ব্লগটি মোট ০ বার দেখা হয়েছে ।
ব্লগার- ত্রিভূজ
ব্লগার পরিসংখ্যানঃ- পোস্ট করেছেন: ১টি । মন্তব্য করেছেন: ০টি ।
মন্তব্য পেয়েছেন: ৪টি । ব্লগ লিখেছেন: ৫ বছর ১০ মাস । ব্লগটি মোট ৮৪৭ বার দেখা হয়েছে । পাচ বছরে একটি মাত্র পোষ্ট দিয়েছেন তাও দু-লাইনের ।
ব্লগার- শিবলী নোমান, কেএস মান্না, আনিসুজ্জামান উজ্জল, মহর বাপপী, মেহেরুল হাসান সুজন ও সালাহউদ্দিন মুহম্মদ সুমনের যৌথ ব্লগ
ব্লগার পরিসংখ্যানঃ-পোস্ট করেছেন: ১টি ।
মন্তব্য করেছেন: ২টি । মন্তব্য পেয়েছেন: ৩টি । ব্লগ লিখেছেন: ৫ বছর ১১ মাস । ব্লগটি মোট ৩৯০ বার দেখা হয়েছে । সাতজন মিলে ৫ বছরে (প্রায় ৬ বছর )একটা পোষ্ট দিয়েছে ।
কস কী মমিন !
ব্লগার - কুতুবউদ্দিন
ব্লগার পরিসংখ্যানঃ-পোস্ট করেছেন: ১টি । মন্তব্য করেছেন: ০টি । মন্তব্য পেয়েছেন: ০টি । ব্লগ লিখেছেন: ৫ বছর ৩ মাস । ব্লগটি মোট ২৩৬ বার দেখা হয়েছে ।
ব্লগার- অসময়
ব্লগার পরিসংখ্যানঃ- পোস্ট করেছেন: ২টি । মন্তব্য করেছেন: ৬টি। মন্তব্য পেয়েছেন: ০টি । ব্লগ লিখেছেন: ৫ বছর ৪ মাস । ব্লগটি মোট ৬৩৭ বার দেখা হয়েছে ।
ব্লগার- জিনেদিন
ব্লগার পরিসংখ্যানঃ- পোস্ট করেছেন: ০টি । মন্তব্য করেছেন: ০টি । মন্তব্য পেয়েছেন: ০টি । ব্লগ লিখেছেন: ৪ বছর ৬ মাস । ব্লগটি মোট ৭ বার দেখা হয়েছে ।
ব্লগার- ইন্জিঃ মইন উদ্দিন
ব্লগার পরিসংখ্যানঃ- পোস্ট করেছেন: ০টি । মন্তব্য করেছেন: ১৬টি। মন্তব্য পেয়েছেন: ০টি। ব্লগ লিখেছেন: ৪ বছর ৩ মাস । ব্লগটি মোট ১২৯ বার দেখা হয়েছে ।
ব্লগার- সালাহ উদ্দিন
ব্লগার পরিসংখ্যানঃ- পোস্ট করেছেন: ০টি। মন্তব্য করেছেন: ০টি। মন্তব্য পেয়েছেন: ০টি। ব্লগ লিখেছেন: ৪ বছর ৪ মাস। ব্লগটি মোট ১১ বার দেখা হয়েছে ।
ব্লগার- অসময়ের অতিথি
ব্লগার পরিসংখ্যানঃ-পোস্ট করেছেন: ০টি। মন্তব্য করেছেন: ০টি। মন্তব্য পেয়েছেন: ০টি। ব্লগ লিখেছেন: ৩ বছর ১০ মাস। ব্লগটি মোট ১৪ বার দেখা হয়েছে ।
ব্লগার- অদেখা সময়
ব্লগার পরিসংখ্যানঃ-পোস্ট করেছেন: ০টি। মন্তব্য করেছেন: ০টি। মন্তব্য পেয়েছেন: ০টি। ব্লগ লিখেছেন: ৩ বছর ১ মাস। ব্লগটি মোট ৪২ বার দেখা হয়েছে ।
এমন ব্লগার আরো হাজার হাজার । আমি আমার সামু লাইফে যাদের পেয়েছি তাদেরকেই পোষ্টে স্থান দিলাম । আপনাদেরও হয়তো এমন অনেক ব্লগার চেনাজানা রয়েছে । যাদের অবস্থা উপরে উল্লেখিত ব্লগারদের মতই ।
তাদের এত কম পোষ্টের কারন কী ?
১. সবার লেখার যোগ্যতা নেই ।
কাউকে দিয়ে চাইলেই লেখার কাজ করিয়ে নেওয়া সম্ভব নয় ।
২.কেউ কেউ পোষ্টে কমেন্ট করার জন্য নিক খুলে । শুধু কমেন্ট করার জন্য নিক খুলার ব্যাবস্থা থাকলে ভাল হত । তাদের বলা হত - মন্তব্যকারী । তাদের প্রোফাইল থাকত ।
প্রোফাইলে মন্তব্যকারীর ছবি এবং তথ্য থাকত
৩.কেউ কেউ পোষ্ট হয়তো করেছিল কিন্ত ভিন্নমত অসহ্যকারীরা তাদের গালাগাল দিয়েছে বিধায় তাকে পোষ্ট ডিলেট করতে হয়েছে ।
৪.কেউ নিক খুলেছে কিন্ত সেটা আর কোনদিন ইউজ করেনি বা করতে চায় না । মডারেশনের উচিত দীর্ঘ টাইম ডিএকটিভ থাকা ব্লগ মুছে ফেলা ।
৫.কেউ হয়তো ব্লগ থেকে বিদায় নিয়েছে । যাবার বেলা পোষ্ট মুছে দিয়ে গেছে ।
সামু কর্তৃপক্ষের উচিত “আপনার ব্লগটি চিরতরে মুছে ফেলুন ” আপসন রাখা । ফলে এরকম আর হবে না - যেমন ব্লগার - মাইনাচ এর ব্লগ । তিনি চলে গেছেন ব্লগ ছেড়ে । যাবার বেলা পোষ্ট মুছে গেছেন ।
আরও কিছু আলোচনা বা মতামত হতে পারে ।
কমেন্টে দেখি কে কী মতামত দেন তারপর পোষ্ট আর আপডেট করে দিব ।
অঃটঃ (লিংক)- এটা পড়তে পারেন । বেশ মজার । আমার সামু লাইফে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি পোষ্টটাতে । আমি নিশ্চিত লেখাটি আপনার মুখে হাসি এনে দিবে ।
এই হাসি কিন্ত আমাদের সামুর এক ব্লগার বোন হাসি নয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।